সিলোটি ভাষা দিয়ে
Author: রক্তবন্ধু | 22 Jun 2021
ভাষা দিয়ে রক্তসেবা
ওমান থেকে এক প্রবাসী ভাই ফোন করেছেন। তার ছোট ভাইয়ের অপারেশন পিজি হাসপাতালে। ও পজিটিভ রক্ত লাগবে।
১। ডোনার পাচ্ছে না। রোগী ওটিতে, এমার্জেন্সি।
২। তার ছোট দুইটা ভাই আর আম্মা। ঢাকায় কিছু চিনে না, পরিচিত কেউ নাই।
৩। তার আম্মা সিলেটি আঞ্চলিক ভাষা ছাড়া বলতেও পারে না, বুঝতেও পারে না।
উপরের দুইটা সমস্যা কাটানো গেলেও ভলান্টিয়ারদের সমস্যা হচ্ছিলো যোগাযোগে ভাষা নিয়ে, ভাষার টোন নিয়ে। সেই সমস্যা নিরসনে আমরা পেলাম আমাদের ঢাকাস্থ সিলেটি স্বেচ্ছাসেবী এডমিন, রক্তবন্ধু শিব্বির আহমেদকে।
আলহামদুলিল্লাহ, দু’জন রক্তদাতা পাঠিয়ে দেয়া হয়েছে।
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।
Author: রক্তবন্ধু | 07 May 2025
রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা। ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে...
Facebook Comments