সুস্থ হয়েই জয়নালের রক্তদান
Author: রক্তবন্ধু | 29 May 2022
গতবছর (২০২১) মে মাসের ২৯ তারিখে আমি বাইক নিয়ে এক্সিডেন্ট করেছিলাম কুমিল্লার লাকসামে। অবস্থা ভালো ছিল না,পায়ের অপারেশন করতে হয়েছিল, কষ্ট সহ্য করতে হয়েছে অনেকদিন।
আজ ২০২২ সালের মে মাসের ২৯ তারিখ।
অপারেশনের পর মনে হয়েছিল আর কখনো ব্লাড ডোনেট করতে পারবো না। রক্ত দিতে না পারলেও রক্তবন্ধুতে ভলান্টারি চালিয়ে গিয়েছিলাম। দীর্ঘ ১৩ মাস ব্লাড ডোনেট করা থেকে বঞ্চিত ছিলাম। অবস্থা এমন ছিলো যে অপারেশনের সময় আমার নিজের জন্যই রক্তদাতা প্রস্তুত রাখতে হয়েছিলো। আমাদেরই রক্তবন্ধু দিনাজপুরের তৎকালীন নারী এডমিন জ্যোতি আমাকে রক্তদানে প্রস্তুত ছিলো।

অনেকে যখন প্লাটিলেট দিতো আমার খুব ইচ্ছে হতো আমিও প্লাটিলেট দিবো। বিশেষ করে মেশিনটার ছবি দেখে আকর্ষণ বেড়ে যেতো। হাতের ভেইন ও প্লাটিলেট কাউন্ট নিয়ে অনেক ভয় হতো প্লাটিলেট ডোনার হিসেবে রিজেক্ট হয়ে যাওয়ার।
মাস কয়েক আগে সেই জ্যোতিরই ছেলে বাচ্চা হয়েছে। আমিও প্রস্তুত ছিলাম তার জন্য! নাহ, আমাদের কেউ কাউকে রক্ত দেয়ার প্রয়োজন হয় নাই।
অবশেষে আজকে জাকারিয়া ভাই এবং নাজমুল ভাইয়ের মাধ্যমে ৪ বছরের ক্যান্সারে আক্রান্ত এক ছোট বাচ্চাকে গাজীপুর থেকে পান্থপথ গ্রীনরোড গিয়ে প্লাটিলেট দান করলাম। বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন।
সর্বশেষ ১০ম বার (হোল ব্লাড) রক্ত দেয়ার ১মাস পরেই আমার মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছিলো।
দুর্ঘটনার দীর্ঘ ১২ মাস পর আজকের এইদিনে বহুল আকাঙ্ক্ষিত প্লাটিলেট প্রদান করলাম, তাও আবার প্রথমবার!
সুস্থ থাকলে চলবে ইনশা’আল্লাহ।
জয়নাল আবেদীন (এবি পজিটিভ)
এডমিন,
রক্তবন্ধু, ঠাকুরগাঁও।
অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।
Author: রক্তবন্ধু | 07 May 2025
রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা। ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে...
Facebook Comments