B+ বাচ্চাকে B- রক্ত দিয়ে ১৪ তম রক্তদান সম্পন্ন
Author: রক্তবন্ধু | 17 Mar 2024
বি পজিটিভ বাচ্চাকে বি নেগেটিভ (৪০মিলি) রক্তদান করে ১৪ তম রক্তদান সম্পন্ন করলাম।
১৪/০৩/২০২৪
১ মাস বয়সের বাচ্চা, ব্লাড গ্রুপ বি পজিটিভ।
বাচ্চাটি চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
গত ১২/০২/২৪ তারিখে পঞ্চগড় আদর্শ ক্লিনিকে (সিজার) অপারেশনের মাধ্যমে বাবুটাকে বের করা হয়।
সেদিন এই বাবুর মাকে ১৩ তম (বি নেগেটিভ) রক্তদান করছিলাম।
সিজারের পর বাবুটার ওজন কম এবং অসুস্থ থাকায় ঐ বাবুকে পঞ্চগড় সদর হাসপাতালের সিসিইউ তে ভর্তি করানো হয়।
তার পরের দিন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেয়া হয়।

১ মাস চিকিৎসা এবং বিভিন্ন রিপোর্ট দেখে বিশেষজ্ঞ ডাক্তারগণ বুঝতে পারেন বাচ্চাটির শরীরে এন্টিবডি তৈরি হয় না। এন্টিবডি তৈরি হওয়ার জন্য বাচ্চাটিকে বি নেগেটিভ রক্ত দিতে বলেন তারা।
ভাগ্যক্রমে আমি নিবন্ধন পরীক্ষা দিতে দিনাজপুরে গিয়েছিলাম। রক্তের জন্য আমার সাথে যোগাযোগ করা হলে রাতে রক্তদান করেছিলাম। এক মাসের ব্যবধানে আরও ৪০ মি.লি দেয়া হলো। আমারও রক্তে হিমোগ্লোবিন বেশ ভালোই ছিলো।
পরিশেষে ডাক্তারের পরামর্শক্রমে বাচ্চাটির শরীরে বি নেগেটিভ পুশ করানো হয়। রক্ত দেয়া শেষ হওয়া পর্যন্ত ডাক্তার সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
আলহামদুলিল্লাহ, বাচ্চাটা কিছুটা সুস্থ আছে।
এখনও বাবুটা সিসিইউ রুমে আছে।
সবাই এই বাবুটার জন্য দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে ফিরে আসে।
আলমগীর হোসেন
রক্তিম পঞ্চগড়
বি নেগেটিভ রক্তবন্ধু

অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।
Author: রক্তবন্ধু | 07 May 2025
রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা। ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে...
Facebook Comments