B+ বাচ্চাকে B- রক্ত দিয়ে ১৪ তম রক্তদান সম্পন্ন
Author: রক্তবন্ধু | 17 Mar 2024

বি পজিটিভ বাচ্চাকে বি নেগেটিভ (৪০মিলি) রক্তদান করে ১৪ তম রক্তদান সম্পন্ন করলাম।
১৪/০৩/২০২৪
১ মাস বয়সের বাচ্চা, ব্লাড গ্রুপ বি পজিটিভ।
বাচ্চাটি চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
গত ১২/০২/২৪ তারিখে পঞ্চগড় আদর্শ ক্লিনিকে (সিজার) অপারেশনের মাধ্যমে বাবুটাকে বের করা হয়।
সেদিন এই বাবুর মাকে ১৩ তম (বি নেগেটিভ) রক্তদান করছিলাম।
সিজারের পর বাবুটার ওজন কম এবং অসুস্থ থাকায় ঐ বাবুকে পঞ্চগড় সদর হাসপাতালের সিসিইউ তে ভর্তি করানো হয়।
তার পরের দিন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেয়া হয়।
১ মাস চিকিৎসা এবং বিভিন্ন রিপোর্ট দেখে বিশেষজ্ঞ ডাক্তারগণ বুঝতে পারেন বাচ্চাটির শরীরে এন্টিবডি তৈরি হয় না। এন্টিবডি তৈরি হওয়ার জন্য বাচ্চাটিকে বি নেগেটিভ রক্ত দিতে বলেন তারা।
ভাগ্যক্রমে আমি নিবন্ধন পরীক্ষা দিতে দিনাজপুরে গিয়েছিলাম। রক্তের জন্য আমার সাথে যোগাযোগ করা হলে রাতে রক্তদান করেছিলাম। এক মাসের ব্যবধানে আরও ৪০ মি.লি দেয়া হলো। আমারও রক্তে হিমোগ্লোবিন বেশ ভালোই ছিলো।
পরিশেষে ডাক্তারের পরামর্শক্রমে বাচ্চাটির শরীরে বি নেগেটিভ পুশ করানো হয়। রক্ত দেয়া শেষ হওয়া পর্যন্ত ডাক্তার সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
আলহামদুলিল্লাহ, বাচ্চাটা কিছুটা সুস্থ আছে।
এখনও বাবুটা সিসিইউ রুমে আছে।
সবাই এই বাবুটার জন্য দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে ফিরে আসে।
আলমগীর হোসেন
রক্তিম পঞ্চগড়
বি নেগেটিভ রক্তবন্ধু
অন্যান্য পোস্ট সমূহ

গভীর রাতের প্রশান্তি
Author: রক্তবন্ধু | 04 Feb 2025
রাত ৯টা ২৩। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত এক নম্বর। কল রিসিভ করতেই অপর পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে খোরশেদ জাহান বললেন— "ভাই, আপনি তো...

রক্তদাতা আপু এবং তাঁর বাবা কে স্যালুট জানাতেই হয়
Author: রক্তবন্ধু | 11 Jan 2025
একজন রক্তদাতা আপু এবং তাঁর বাবা কে স্যালুট জানাতেই হয় রাত ৮ টা একজন ভাইয়ের কল- "ভাই, আমার বোনের জন্য বি নেগেটিভ ব্লাড লাগবে...

রক্তের বন্ধন
Author: রক্তবন্ধু | 13 Dec 2024
রক্তের বন্ধন - সাইফুল ইসলাম "এই কী করছেন আপনি? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না?" মুনতাহার কর্কশ কন্ঠে ঝাড়ি খেয়ে ছেলেটা হতভম্ভ হয়ে গেল।...
Facebook Comments