ভালোবাসা থেকে আশিক বিল্লাহ নিয়মিত রক্তদাতা
Author: রক্তবন্ধু | 21 Jul 2022
আসসালামু আলাইকুম।
আমার নাম- আশিক বিল্লাহ, গ্রাম- কালাপানিয়া, উপজেলা- সন্দ্বীপ, জেলা চট্টগ্রাম। রক্তের গ্রুপ ও পজিটিভ।
আমি প্রথমবার রক্তদান করি একজন ডেলিভারির বোনকে। ওইদিন আমি চট্টগ্রাম থেকে সন্দ্বীপ গিয়েছিলাম। রাত সম্ভবত ১১টায় আমার বন্ধুর কাছে কল আসে এমার্জেন্সি রক্ত লাগবে। তখন আমি আমার বন্ধু দেলোয়ারের সাথে ছিলাম। ও আমাকে জিজ্ঞেস করে যে রক্ত দিবি নাকি? আমি এমার্জেন্সি শুনে আর না করি নাই। তখন আমি নিজে হোন্ডা চালিয়ে আমার ঐ বন্ধুকে সাথে নিয়ে হাসাপাতালে চলে যাই এবং রক্তদান করি।
রক্তদান করার পরে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো রোগীর আত্মীয়দের ভালোবাসা। ওদের সেই ভালোবাসা পেয়ে পরবর্তীতে আমার রক্তদান করার আগ্রহ আরোও বেড়ে যায়।
আলহামদুলিল্লাহ এখন আমি একজন নিয়মিত রক্তদাতা ও স্বেচ্ছাসেবী। ছবিটি আমার প্রথম রক্তদানের ছবি।
শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ roktobondhu.com -এ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগ ইন করে তারিখ আপডেট করে দিন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments