সারাদিন রোযা রেখে প্রায় ৪৫ কি.মি. জার্নি করে রক্তদান!
Author: রক্তবন্ধু | 14 May 2022
সারাদিন রোযা রেখে চাঁদরাতে প্রায় ৪৫ কিলোমিটার জার্নি করে রক্তদান!
আকরাম চৌধুরী, এডমিন রক্তবন্ধুঃ রাত তখন ৯ টা, ঈদের আগের দিন। হঠাৎ করে কল আসে স্বেচ্ছাসেবী মহিন উদ্দিন (আলামিন) এর কাছে। সিজারিয়ান রোগীর জন্য এমার্জেন্সি এ নেগেটিভ রক্ত লাগবে।
রোগীর লোক কোনো দিক রেসপন্স পাচ্ছিলো না। তখনই স্বেচ্ছাসেবী মহিন উদ্দিন আলামিন ভাই আমাকে জানায় A-ve ডোনার কেউ আছে কিনা। সাথে সাথে আমি কল করি সুপার ডোনার মোঃ ফারুক ভাইকে। ভাইকে রোগী সম্পর্কে বিস্তারিত জানাই তারপর ফারুক সাথে সাথে বললেন ❝ঠিক আছে ভাই আমি এক্ষুণি রওনা হচ্ছি।❞
এরপর মহিন উদ্দিন বাইকে করে ডোনার কে নিয়ে হসপিটাল রওনা হলো অতঃপর রাত ১২ টার পর রক্তদান সম্পন্ন।
৪৫-৪৫ নব্বই কি.মি জার্নি করে ক্লান্ত হয়ে বাসায় পৌঁছালো রক্তবন্ধু। রাত তখন ২ টা।
সকালে ঈদ।
৩ মে ২০২২

অন্যান্য পোস্ট সমূহ
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
Facebook Comments