প্লাটিলেট সঞ্চালনকেন্দ্র বন্ধ, অনুরোধ করে ঢাকা মেডিকেলে প্লাটিলেট দিলেন তুহিন
Author: রক্তবন্ধু | 26 Aug 2022
সময়ের অভাবে প্রায় অর্ধ বছর ধরে প্লাটিলেট দেয়া হয় না!
রিজিকের সন্ধানে সকাল ৮.৩০ মিনিটের গাড়িতে গ্রামের বাড়ি মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিলাম। বেলা ১০.২৯ মিনিট একটা আননোন নাম্বার থেকে কল আসে। ওপর প্রান্ত থেকে বললেন
-আসসালামু আলাইকুম, তুহিন আরাফাত ভাই বলতেছেন?
-আমি বললাম হ্যাঁ, কে বলছেন?
উত্তরে “ভাইয়া roktobondhu ওয়েবসাইট থেকে আপনার নাম্বারটা নিলাম।
আমার ভাইয়ের জন্য এক ব্যাগ বি+ প্লাটিলেট এর প্রয়োজন ছিলো তাই আপনাকে কল দিলাম আপনি কি দিতে পারবেন ভাইয়া?”
জবাবে আমি বললাম কখন আর কোন হসপিটালে লাগবে, আমি তো ঢাকার বাহিরে আছি ভাই, ঢাকা আসতেছি গাড়িতে আছি।
সে বললো ভাইয়া আমাদের রোগী ঢাকা মেডিকেলে আছে আর রোগীর প্লাটিলেট কাউন্ট মাত্র ৭,৫০০ তাই প্লাটিলেটটা আজকে দিনের মধ্যে লাগবে ভাইয়া। আমরা সিলেটের কুলাউড়া থেকে এসেছি। এখানে কাউকেই চিনি না, আপনি যদি দিতেন বা ম্যানেজ করে দিতেন আমাদের অনেক উপকার হতো।
কোনো উপায় না পেয়ে বললাম আচ্ছা ভাই আমি এখন পদ্মা সেতুর উপরে আছি। গাড়িতে আমার আসতে আসতে আরো ২ ঘন্টা লাগবে তখন দেই তাহলে?
তিনি বললেন সমস্যা নাই, আপনি আসেন তাহলে। অনেক উপকার হলো।
সেই কথা মতো ঢাকা মেডিকেলে পৌঁছাতে পৌঁছাতে ১২.৩৫ বাজলো। হসপিটাল ব্লাড ব্যাংক থেকে জানালো আজকে প্লাটিলেট টানানো যাবে না, আজকে বন্ধ
অনেক কষ্ট করে তারপর তাদের রাজি করিয়ে অবশেষে নামাজ পড়ে ২.১৮ টার সময় প্লাটিলেট টানা শুরু করে দেয় এবং ৩.১৬ তে শেষ করে।

১৬ তম হলুদ ভালোবাসা (প্লাটিলেট) প্রদান
হসপিটালে আমার সাথে পুরো টা সময় ছিলো রাজশাহীর আরেকজন বি+ ডোনার ও ভলান্টিয়ার প্রিয় ইদ্রিস হোসেন শিমুল ভাই। তিনিও এসেছিলেন রক্তদানে। দেখা হয়ে গিয়েছিলো।
ওখান থেকে বের হয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে উত্তরার বাসায় আসলাম।
৭ বার হোল ব্লাড দিয়েছি। পবিত্র জুম্মার দিনে ১৬ তম প্লাটিলেট প্রদান সম্পন্ন হলো।
ধন্যবাদ জানাই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের টেকনিশিয়ানকে, শুক্রবার এফেরেসিস বন্ধের দিনেও মেশিন চালু করে প্লাটিলেট টানানোর অনুরোধ রাখার জন্য।
উল্লেখ্য, প্লাটিলেট নিয়ে রক্তবন্ধুই দেশের প্রথম ওয়েবসাইট যেখানে শুধু প্লাটিলেট দাতাদের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন এর ব্যবস্থা আছে এবং সহজেই প্লাটিলেট ডোনার সার্চ করা যায় বা খুঁজে পাওয়া যায়৷
তুহিন আরাফাত
২৬ আগস্ট, ২০২২।
প্লাটিলেট নিয়ে জানতে আগ্রহী হলে লিংক ক্লিক করে পড়ে নিতে পারেন।

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।
অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।
Author: রক্তবন্ধু | 07 May 2025
রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা। ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে...
Facebook Comments