১৫ তম রক্তদানের অভিজ্ঞতা

শেয়ার করুন:

সময়টা বিকাল ৫ টা বেজে ১২ মিনিট।
বাসায় থাকলেও দিনের বেলায় আমি খুব কম ঘুমাই, তাই কাজ শেষে শুয়েই ছিলাম।
হঠাৎ বান্ধবীর ম্যাসেজ-
বান্ধবী- দোস্ত ব্লাড লাগবে।
আমি- কখন?
বান্ধবী- আজকে কি আসতে পারবি, নাকি সমস্যা হবে?
আমি- যদি জরুরী হয় তাহলে যেতে পারবো, আমার সমস্যা নাই।
বান্ধবী – ডাক্তার রক্ত দিতে বলেছে।
আমি- আচ্ছা আসতেছি।
বলেই ঝটপট রেডি হয়ে বের হলাম বাসা থেকে রক্তদানের উদ্দেশ্যে।
দূরত্ব যদিও বাসা থেকে ৪০ কি.মি: তবুও এবার একাই গেলাম। নয়তো প্রতিবারই সাথে কাউকে নিতাম।
অবশেষে প্রায় ১ ঘন্টারও বেশি সময় বাস জার্নি শেষে ক্লিনিকে পৌঁছালাম।
(বান্ধবী আমাকে দেড় মাস আগে থেকেই জানিয়ে রেখেছিলো ওর বড় আপুর সিজারের সময় রক্ত লাগতে পারে সেজন্য আমার সাথে নিয়মিত কথা হওয়ার সুবাদে রোগীর বিস্তারিত তথ্য এবং ক্লিনিকের ঠিকানা সব আগে থেকেই জানতাম, সেজন্য আর নতুন করে জিজ্ঞেস করার দরকার হয়নি)
পৌঁছানোর পর আপু সহ সবার দেখা করলাম। আগের দিন সিজারে আপুর একটি রাজকন্যা পৃথিবীতে আসে, তার সাথেও গাল টেনে একটু মজা করলাম। এখন আপুর সংসারে দুইটা পরী হলো।
অবশেষে ক্রসম্যাচিং শেষে রক্তদান সম্পন্ন হলো।
এরপর একটু বিশ্রাম নিয়ে আবারো কেবিনে আসলাম,
অনেক রাত হওয়ায় বিদায় নিয়ে বের হওয়ার কথা বলাতেই একটু অপেক্ষা করার পর দুলাভাই বাসায় নিয়ে গেলো।

আন্টির (বান্ধবীর মা) সাথে পরিচয় হলাম, কথা বললাম শুরুতেই অনেক ভালো লাগলো।
এরপর শুরু হলো তাদের আপ্যায়ন পর্ব।
আমি সামান্য একজন ডোনার। তাও আবার তার ছোট মেয়েরই বন্ধু। আমার জন্যও এতোকিছু করবে কখনো ভাবতেও পারিনি।
সবকিছুই আমার কাছে স্বপ্নের মত লাগছিলো।
এতো পরিমান খাওয়া! সত্যিই গলা অব্দি হয়ে গিয়েছিলো, তারপরও খাওয়ার শেষের দিকে তো আন্টি জোড় করে খাইয়ে দিলেন।
সবকিছু শেষে বিদায় নেওয়ার সময় আন্টি বললেন ❝তোমার জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো বাবা। আর বাসায় পৌঁছে অবশ্যই কল দিবা।❞
এত্তো ভালোবাসা পেয়ে সত্যিই চোখে পানি চলে এসেছিলো।

আগে এতোবার রক্তদান করেও এতোটা ভালোবাসা আর কারো কাছে পাইনি।
বাড়ি পৌঁছানো পর্যন্ত প্রতিনিয়ত যোগাযোগ রাখছিলেন ঠিকমত পৌঁছালাম কিনা।
আমিও দোয়া করি আল্লাহ আন্টি সহ পরিবারের সবাইকে সুস্থ্যতার সহিত নেক হায়াত দান করুক, আ-মীন।

এই ছিলো আমার ১৫ তম রক্তদানের গল্প। রক্তের গ্রুপ বি পজিটিভ।

রাব্বী ইমন, পঞ্চগড়।
(এডমিন, রক্তবন্ধু)
১০ই সেপ্টেম্বর, ২০২২ ঈসায়ী, শনিবার।

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।


শেয়ার করুন:

Facebook Comments