সড়ক দুর্ঘটনায় কবলিত হয়েও থেমে নেই রক্তদান
Author: রক্তবন্ধু | 10 Feb 2022
কোলন ক্যান্সারের রোগী। রক্ত সকালে দিলেও চলবে। সব কিছু ঠিকঠাক ছিলো। হঠাৎই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়। আই.সি.ইউ তে নিতে হবে, তার আগে প্লাটিলেট অবশ্যই দিতে হবে। রক্তের গ্রুপ এবি নেগেটিভ।
গভীর রাতের কনকনে শীত উপেক্ষা করে এমারজেন্সি মুহূর্তে মুমূর্ষু রোগীর জন্য AB-ve প্লাটিলেট দেয়ার জন্য উত্তরা থেকে ধানমণ্ডি ছুটে আসেন রায়হান বিন কামাল।
প্লাটিলেট দেয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ালে রোগীর লোক প্রাইভেটকার যোগে ডোনারকে নিয়ে আসার উদ্যোগ নেন।

সড়ক দুর্ঘটনায় কবলিত ডোনার এর গাড়ি
পথিমধ্যে ট্রাকের সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনার শিকার হন।
পুলিশি ঝামেলা শেষ করে ভোররাত ৩টায় ধানমন্ডি পৌঁছান তিনি।
যখন প্লাটিলেট দেওয়া শেষ হলো তখন রাত্রি শেষে ভোর নেমে এসেছে। ভোর চারটা বাজে দেওয়া শেষ হয় প্লাটিলেট।
এটি কামাল ভাইয়ের ৪র্থ তম এবি নেগেটিভ প্লাটিলেট প্রদান।
১২ তম হোল ব্লাড সহ টোটাল ডোনেশন সংখ্যা গিয়ে ঠেকলো ১৬ তে।
হ্যাপি প্লাটিলেট ডোনেটিং।
বাংলাদেশে রক্তবন্ধুই প্রথম, শুধুমাত্র প্লাটিলেট ডোনারদের জন্য, roktobondhu.com/platelet
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments