সড়ক দুর্ঘটনায় কবলিত হয়েও থেমে নেই রক্তদান

শেয়ার করুন:

কোলন ক্যান্সারের রোগী। রক্ত সকালে দিলেও চলবে। সব কিছু ঠিকঠাক ছিলো। হঠাৎই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়। আই.সি.ইউ তে নিতে হবে, তার আগে প্লাটিলেট অবশ্যই দিতে হবে। রক্তের গ্রুপ এবি নেগেটিভ

গভীর রাতের কনকনে শীত উপেক্ষা করে এমারজেন্সি মুহূর্তে মুমূর্ষু রোগীর জন্য AB-ve প্লাটিলেট দেয়ার জন্য উত্তরা থেকে ধানমণ্ডি ছুটে আসেন রায়হান বিন কামাল
প্লাটিলেট দেয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ালে রোগীর লোক প্রাইভেটকার যোগে ডোনারকে নিয়ে আসার উদ্যোগ নেন।

সড়ক দুর্ঘটনায় কবলিত ডোনার এর গাড়ি

পথিমধ্যে ট্রাকের সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনার শিকার হন।
পুলিশি ঝামেলা শেষ করে ভোররাত ৩টায় ধানমন্ডি পৌঁছান তিনি।
যখন প্লাটিলেট দেওয়া শেষ হলো তখন রাত্রি শেষে ভোর নেমে এসেছে। ভোর চারটা বাজে দেওয়া শেষ হয় প্লাটিলেট।

এটি কামাল ভাইয়ের ৪র্থ তম এবি নেগেটিভ প্লাটিলেট প্রদান।
১২ তম হোল ব্লাড সহ টোটাল ডোনেশন সংখ্যা গিয়ে ঠেকলো ১৬ তে।
হ্যাপি প্লাটিলেট ডোনেটিং।

বাংলাদেশে রক্তবন্ধুই প্রথম, শুধুমাত্র প্লাটিলেট ডোনারদের জন্য, roktobondhu.com/platelet


শেয়ার করুন:

Facebook Comments