মেয়ের জন্মদিনে বাবার রক্তদান
Author: রক্তবন্ধু | 14 Feb 2022
মেয়ের জন্মদিনে বাবার রক্তদান
রক্তিম পঞ্চগড়, পঞ্চগড় জেলার স্বেচ্ছায় রক্তদানের একটি সক্রিয় সংগঠন।
সংগঠনটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমাতুল্লাহ শাম্মী। ১৩ ফেব্রুয়ারিতে নিজের জন্মদিনে বাবা-মেয়ে একসাথে B+ve রক্তদান করতে চেয়েছিলেন। কিন্তু রোগী না পাওয়ায় শাম্মী রক্তদান করতে পারেননি।
তবে মেয়ের জন্মদিন উপলক্ষে বাবা বি পজিটিভ রক্তদান সম্পন্ন করলেন।

আজ ১৪ ফেব্রুয়ারি, রোগী পেয়ে তিনিও (শাম্মী) রক্তদান করে ফেললেন।
আগেরদিন অর্থাৎ জন্মদিনে নিজেই রক্তদান করতে পারতেন। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। পড়ালেখার পাশাপাশি চাকুরির সুবাদে প্রতিদিন জেলা শহর পঞ্চগড় যাওয়া আসা করা হয় তার।

রক্তিম পঞ্চগড়-এর নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমাতুল্লাহ শাম্মীর রক্তদান
কিন্তু বাবাতো প্রতিদিন কিংবা যখন তখন আসতে পারবেন না। তাই বাবাকেই সুযোগ করে দিলেন।
জন্মদিবসের পরের দিনই ভালোবাসা দিবসে নিজেও লাল ভালোবাসা উপহার দিলেন তিনি।
এতে দুইটা রোগীর উপকার হলো। দিবস উপলক্ষে রক্তদান অপেক্ষা প্রয়োজনের সময় রক্তদান এবং অধিক রোগীর উপকার করতে পারাই জন্মের সার্থকতা।
রক্তবন্ধু পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিন শাম্মী আপু।
নারী রক্তদাতাদের রক্তদানের সঠিক নিয়ম সম্পর্কে জানতে পড়ুন https://roktobondhu.com/blog/woman-donor/

অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments