মেয়ের জন্মদিনে বাবার রক্তদান

শেয়ার করুন:

মেয়ের জন্মদিনে বাবার রক্তদান

রক্তিম পঞ্চগড়, পঞ্চগড় জেলার স্বেচ্ছায় রক্তদানের একটি সক্রিয় সংগঠন।
সংগঠনটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমাতুল্লাহ শাম্মী। ১৩ ফেব্রুয়ারিতে নিজের জন্মদিনে বাবা-মেয়ে একসাথে B+ve রক্তদান করতে চেয়েছিলেন। কিন্তু রোগী না পাওয়ায় শাম্মী রক্তদান করতে পারেননি।
তবে মেয়ের জন্মদিন উপলক্ষে বাবা বি পজিটিভ রক্তদান সম্পন্ন করলেন।

আজ ১৪ ফেব্রুয়ারি, রোগী পেয়ে তিনিও (শাম্মী) রক্তদান করে ফেললেন।

আগেরদিন অর্থাৎ জন্মদিনে নিজেই রক্তদান করতে পারতেন। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। পড়ালেখার পাশাপাশি চাকুরির সুবাদে প্রতিদিন জেলা শহর পঞ্চগড় যাওয়া আসা করা হয় তার।

রক্তিম পঞ্চগড়-এর নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমাতুল্লাহ শাম্মীর রক্তদান

কিন্তু বাবাতো প্রতিদিন কিংবা যখন তখন আসতে পারবেন না। তাই বাবাকেই সুযোগ করে দিলেন।
জন্মদিবসের পরের দিনই ভালোবাসা দিবসে নিজেও লাল ভালোবাসা উপহার দিলেন তিনি।
এতে দুইটা রোগীর উপকার হলো। দিবস উপলক্ষে রক্তদান অপেক্ষা প্রয়োজনের সময় রক্তদান এবং অধিক রোগীর উপকার করতে পারাই জন্মের সার্থকতা।

রক্তবন্ধু পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিন শাম্মী আপু।

নারী রক্তদাতাদের রক্তদানের সঠিক নিয়ম সম্পর্কে জানতে পড়ুন https://roktobondhu.com/blog/woman-donor/


শেয়ার করুন: