আশেপাশে গরুর রক্ত পাওয়া গেল না!
Author: রক্তবন্ধু | 22 May 2022
যারা বলেন বি পজেটিভ গরুর রক্ত আসুন তাদেরকে একটা গল্প শোনাই..
রাত বাজে তখন ২টা। সেই চাঁদপুর থেকে কল আসে কুমিল্লার লাকসামে বসবাসরত Elias Ahmed ভাইয়ের কাছে।
একজন গর্ভবতী মায়ের জন্য জরুরী ভিত্তিতে এক ব্যাগ বি পজেটিভ রক্তের প্রয়োজন। এখন না পারলেও খুব সকালে লাগবে ব্লাড টা।
এত রাতে গাড়ি না পেয়ে খুব ভোরে রওনা দিলেন ইলিয়াস ভাই।
চাঁদপুরে গেলেন নিজের ১২ তম ব্লাড ডোনেট করলেন।
অবশেষে ব্লাড ডোনেট করে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন।
বি পজেটিভ যদি গরুর রক্তই হতো, মানে এতোই সস্তা হতো, চাইলেই মুড়িমুড়কির মতো পাওয়া যেতো, যে কাউকে বললেই দিয়ে দিতো তাহলে এত রাতে চাঁদপুর থেকে কুমিল্লায় কল করা লাগতো না।
একটা কথা বলে রাখা ভালো- প্রয়োজনের সময় কোন ব্লাড গ্রুপই সহজলভ্য নয়।
তাই গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই দুজন রক্তদাতা প্রস্তুত রাখুন।
🚫 গর্ভবতী মায়ের জীবনকে ঝুঁকিমুক্ত করতে এবং আপনি নিজেও টেনশন মুক্ত থাকার জন্য যাদেরকে বললে তারা যখন তখন যেতে পারবে রক্তদানে, পরিচিতজনদের মধ্য থেকে এমন কমপক্ষে দু’জন রক্তদাতা আগে থেকেই প্রস্তুত রাখার কোন বিকল্প নেই।
চিফ অব এডমিনস
রক্তবন্ধু
ইরফান পাঠান
শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ roktobondhu.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগইন করে অবশ্যই রক্তদানের তারিখ আপডেট করে দিবেন।
গরুর রক্ত নিয়ে পড়ুন আরেকটি গল্প
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments