প্রদীপ নাগের ১৪ তম রক্তদানের গল্প

শেয়ার করুন:

গত ২০১৮ সালের মার্চে যশোর শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক কাজী লুৎফর রহমান আংকেল তার দাঁতের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক তার চোখ দেখে বললেন রক্ত পরীক্ষার জন্যে। পরীক্ষা করে জানতে পারলেন তার রক্তে কর্কট রোগ হয়েছে। পরবর্তীতে নিশ্চিত হওয়ার জন্যে আরো পরীক্ষা করেন তিনি। ফলাফল একই। সেই থেকে শুরু কর্কট রোগের বিরুদ্ধে যুদ্ধ। সে যুদ্ধে সার্বক্ষণিক সঙ্গী আছেন তার সহধর্মিণী জমিনা খাতুন। আজ সকালে রক্তবন্ধু’র ওয়েব সাইট (http://roktobondhu.com) থেকে আমার নম্বর সংগ্রহ করে জাবেদ আক্তার নামে একজন স্বেচ্ছাসেবী ফোন দিয়ে অনুরোধ করেছিলেন রক্ত দেয়ার জন্যে।

এভাবেই আপনার রক্তে হাসি ফুটে অন্যের মুখে

গত বছর আগস্ট মাসে রক্ত দেয়ার পর সুযোগ খুঁজছিলাম পরবর্তী আরেকজনকে রক্তদান করার জন্যে। অফিস সময়ের পরে রক্তদান করার সময়টা ঠিক হয়ে উঠছিলো না। জাবেদ ভাই ফোন দেয়ার পর বললাম বিকেলের দিকে হলে আমি রক্তদান করতে যেতে পারবো। উনি সেভাবেই আংকেলের সাথে কথা বলে সময় ঠিক করে নেন। আংকেল আন্টিকে দেখে যতটা ভালো লেগেছে ঠিক ততটাই খারাপ লেগেছে এই বয়সে অসুস্থতাজনিত কারনে দুজনের অসহায়ত্ব দেখে। ভালো লাগছে এই ভেবে আমার রক্তে কিছুদিনের জন্যে ভাল থাকবেন লুৎফর আংকেল। আসার সময় দুজনকে বলে এসেছি যতই কষ্ট থাকুক, হাসবেন মন খুলে। ১৪তম রক্তদান করে ফেললাম আজ। অপেক্ষা আবার চার মাস। এরপর আবার রক্তদানের পালা। আমার রক্তে সুস্থ হয়ে উঠবে আরেকজন মানুষ।

#story_of_14th_blood_donation
#donate_blood_save_life

18 January, 2018

Prodip Nag


শেয়ার করুন:

Facebook Comments