পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।

শেয়ার করুন:

রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা।

ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে একজন ওপেন হার্ট সার্জারি রোগীকে নিয়ে দৌড়ঝাঁপ করছি, কারণ তার এ নেগেটিভ ব্লাড প্রয়োজন, সেই দিন দুপুরে ওটি শুরু হয় ৮ ঘন্টা পরে ওটি শেষ করে আইসিইউতে নেয়া হয় রোগীকে।
রাত ১০.৩০ হঠাৎ ফোন, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে ব্লাড আরো প্রয়োজন, তবে বলাবাহুল্য আমরা অপারেশন এর আগেই ৮ ব্যাগ ম্যানেজ করতে সক্ষম হয়েছি তবে সেটা দেওয়ার পরেও আরো প্রয়োজন। কিন্তু ব্লাড গ্রুপ তো এ নেগেটিভ রাতে কোথায় পাবো, যাইহোক হাতে ৩ জন ডোনার থাকলেও তাদের দুইজনের এলার্জি সমস্যা, আর একজন হয়তো ঘুমিয়ে গেছে (ফোন রিসিভ করেনি) বিভিন্ন ব্লাড ব্যাংক সহ বেশ কয়েক জায়গায় ফোন দেওয়ার পরে এক ব্যাগ পেলাম মোশাররফ ভাই এর মাধ্যমে রিদম ব্লাড সেন্টারে।
দেরী না করে আমি, লুত্ফুর ভাই এবং মোশাররফ ভাই AAA(+) নারায়ণগঞ্জ থেকে ছুটে গেলাম। তবে ভাগ্য ভালো রোগীর লোক ২ টা ডোনার আমরা যাওয়ার সাথে সাথে সংগ্রহ করতে পেরেছে, আর ব্লাড ব্যাংক থেকে একটা, আলহামদুলিল্লাহ আপাতত ম্যানেজ।

রাত ১.৩০ মিনিট এর মতো বাজে বাসার উদ্দেশ্যে রওনা দিবো সিএনজিতে উঠে ফোন স্ক্রল করতে করতে হঠাৎ গ্রুপে ইকবাল ভাই এর একটা মেসেজ চোখে পড়লো, এমারজেন্সি এ পজেটিভ প্রয়োজন (ডোনার মিসিং) রোগীর লোক কিছুই বুঝতে পারছে না কি করবে না করবে, রোগীর বয়স ২২
ডেঙ্গু রোগী, প্লাটিলেট কাউন্ট মাত্র পাঁচ হাজার (স্বাভাবিক একজনের দেহে ১৫০,০০০- ৪৫০,০০০থাকে) বাবা রিক্সা চালক, তার পক্ষে বাহিরে থেকে টানানো সম্ভব নয়, সুতরাং সময় যেহেতু হয়েছে কেন এই পূর্নতা মিস করবো?
সিএনজি ঘুরিয়ে সোজা মিডফোর্ড গিয়ে দেখি রোগীর লোক অপেক্ষায় তার চোখে আবেগ মাখানো মলিন চেহারা।
ডোনেট শুরু রাত ২.১০ মিনিট, ডোনেট শেষ রাত ৩ টার দিকে।


আমারও প্লাটিলেট-৯১ তম বার, হোল ব্লাড ৭ম বার সহ, মোট-৯৮ তম ডোনেট সম্পন্ন হয়েছে।

আলহামদুলিল্লাহ মনে যেন এক প্রশান্তি, সারা রাতের ক্লান্ত যেন এক পূর্নতায় শেষ।

কৃতজ্ঞতা জানাই, মোশাররফ ভাই এবং লুত্ফুর ভাই এর প্রতি এইটি সুন্দর রাতের সঙ্গী হওয়ার জন্য, তবে বিশেষ কৃতজ্ঞতা ইকবাল ভাইকে নিদ্রা উপেক্ষা করে রোগীর সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য।

উপরে AAA(+) বলে ছিলাম আর সেটা হলো-
আমি মোঃ মেহেদী হাসান A+
মোশাররফ ভাই A+
লুত্ফুর রহমান A+

সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, রোগীর এবং আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

– মেহেদী হাসান 


শেয়ার করুন:

Facebook Comments