মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান।
২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি।
https://roktobondhu.com
আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ সময় আগে রক্তবন্ধু তে রেজিস্ট্রেশন করে রাখা সত্ত্বেও কখনো কেউ ফোন নাম্বার সংগ্রহ করে রক্তের জন্য ফোন দেয়নি।
বলে রাখা ভালো আমি একজন নিয়মিত প্লাটিলেট দাতা, তবে বিগত দিনে অনেক, মানে অসংখ্য রক্তদাতা আমি রক্তবন্ধু গ্রুপ এবং ওয়েবসাইট থেকে নিয়ে কনফার্ম করে রোগীকে দিয়েছি।
তবে আমার অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা রক্তবন্ধু থেকে কোন এক রোগীর লোক আমাকে ফোন দিবে এবং আমিও সেই রোগীকে রক্তদান করবো।
আলহামদুলিল্লাহ বহুদিন পরে দীর্ঘ ৫ বছর+ পরে ২৬/০৯/২০২৫ সেই আশা পূরণ হয়।
সকাল বেলা হঠাৎ ফোন আসে অচেনা নাম্বার থেকে, তাৎক্ষণিক রিসিভ করতে না পারলেও পরবর্তীতে আমি ফোন ব্যাক করে জানতে পারি তাদের প্লাটিলেট লাগবে, এবং আমার নাম্বার রক্তবন্ধু থেকে নিয়ে আমাকে ফোন দিয়েছিলো।
তবে ভাগ্যের নির্মম পরিহাস আমি তখন কুমিল্লায়! ম্যারাথন দৌঁড়ের জন্য কুমিল্লায় ছিলাম।
তারপর বললাম যদি সুযোগ হয় আমি দিবো তবে ঢাকা ব্যাক করতে সন্ধ্যা হবে। কথা শুনে রোগীর লোক রাজি হয়ে গেল এবং বললো পান্থপথ থ্যালাসেমিয়া থেকে প্লাটিলেট টানাবে।
২৬/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ৬ টার দিকে সরাসরি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে পৌঁছাই, এবং ডোনেট শেষ হয় রাত ৯ টার দিকে। আলহামদুলিল্লাহ, ১০৬ তম ডোনেট সম্পন্ন করি।
ক্যান্সারের রোগী, রোগীর বাড়ি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, রক্তবন্ধুর জন্মভূমিও পঞ্চগড়।
https://roktobondhu.com
চাইলে আপনিও রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, কে জানে কখন কার প্রয়োজনে লেগে যান।
বিঃদ্রঃ
ফটো-১ আমার অফিসের কম্পিউটার স্ক্রিনের ওয়াল পেপারে রক্তবন্ধু এর ফটোকার্ড।
ফটো-২ রোগীর লোক সাথে আমার দেওয়া ১০৬ তম ডোনেট এর ছবি।
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
Facebook Comments