১০ বছরের জন্য সংরক্ষণ করা হলো সোনালি রক্ত
Author: রক্তবন্ধু | 10 Sep 2022

মালেশিয়ার কুয়ালালামপুরে তেরেঙ্গানু নামক অঞ্চলে এক নারীর দেহে পৃথিবীর দুর্লভ এক গ্রুপের রক্ত ❝গোল্ডেন ব্লাড❞ পাওয়া গিয়েছে। এই সোনালী রক্ত বা গোল্ডেন ব্লাডকে Rh nullও বলা হয়। অর্থাৎ এই রক্তে কোন Rh এন্টিজেন থাকেই না! পৃথিবীতে ৪৩ জনের শরীরে এই Rh Null অর্থাৎ Rh বিহীন রক্ত পাওয়ার তথ্য পাওয়া যায়। তার মধ্যে মালেশিয়ান এই তরুণী একজন।
সহসা এমন রক্ত পাওয়া যায় না বলে এরকম নামকরণ করা হয়েছে। এর মানে কিন্তু এই নয় যে এই রক্তের রঙ সোনালি! রক্তের রঙ হিমোগ্লোবিন এর উপস্থিতির জন্য সব সময় লালই হয়।
তেরেঙ্গানু ব্লাড ব্যাংক এর তথ্য অনুযায়ী, তিনিই মালেশিয়ার একমাত্র ব্যক্তি যিনি এই বিরল রক্তের গ্রুপের অধিকারী। তার দানকৃত রক্ত রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রীয় National Blood Bank এ পাঠানো হয়েছে যেখানে নাইট্রোজেন পূর্ণ একটি কন্টেইনারে মাইনাস ৮০ ডিগ্রি (-80°C) সেলসিয়াস তাপমাত্রায় ১০ বছরের জন্য সংরক্ষণ করা হয়েছে৷ যদি কখনো কারো লাগে সেখান থেকে ফ্রোজেন রক্ত তরলীকরণ করে সংগ্রহ করতে পারবে!
অস্ট্রেলিয়ান একাডেমি অব সাইন্স এর ভাষ্যমতে ❝লোহিত রক্ত কণিকায় Rh Antigens (প্রোটিন) এর একেবারে অনুপস্থিতি দুর্লভ একটি ঘটনা। ১৯৬১ সালে অস্ট্রেলিয়ার এক আদিবাসী নারীর শরীরে সর্বপ্রথম এই বিরল গ্রুপের রক্ত আবিষ্কার করা হয়।❞
আর এইচ নাল অর্থাৎ Rh বিহীন রক্ত কারো প্রয়োজন হলে পরিসঞ্চালন করা খুবই কঠিন ও দুরুহ একটি ব্যপার হয়ে দাঁড়াবে!
এই মানুষদের উচিত নিজেই নিজের ভবিষ্যতের জন্য প্রয়োজনে রক্তদান করে রেখে দেয়া!
সর্বশেষ তথ্য অনুসারে (ডিসেম্বর ২০২১অনুযায়ী) এখন পর্যন্ত ৪৩ জনের মধ্যে মাত্র ৯ জন রক্তদানে সক্ষম আছেন। Terengganu Kite blood bank এর তথ্যসূত্র থেকে জানা যায়, ছবির নারী রক্তদাতা ২০১৬ সাল থেকে রক্তদান শুরু করেন। ব্লাড ব্যাংকটি তার রক্তের গ্রুপ বিরল ও ব্যতিক্রম হতে পারে বুঝতে পেরে নিশ্চিত হওয়ার জন্য ল্যাবরেটরিতে স্যাম্পল পাঠিয়েছিলো। এরপরই তার রক্ত সংগ্রহ করে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছিলো।
২০২১শে এসে তার রক্তদানের ছবি প্রকাশ হলে নেট দুনিয়ায় খুব দ্রুতই ছড়িয়ে পরে। সংগত কারণেই এই নারীর নাম, পরিচয় প্রকাশ করা হয় নি।
কি এই Rh null রক্ত??
এই রক্ত সম্পর্কে বিস্তারিত Click জানতে পড়ুন

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।
অন্যান্য পোস্ট সমূহ

প্রসঙ্গঃ ডেঙ্গু ও প্লাটিলেট
Author: রক্তবন্ধু | 26 Jul 2023
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি এতে মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের সব রেকর্ড। বিশেষজ্ঞরা...

Polycythemia: রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যখন অস্বাভাবিক বেড়ে যায়
Author: রক্তবন্ধু | 02 Jul 2023
Polycythemia: রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যখন অস্বাভাবিক বেড়ে যায় Poly অর্থ অনেক, বহু। রক্তে হিমোগ্লোবিন এর পরিমান স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেলে, হিমোগ্লোবিনের মাত্রা বহুগুণে...

প্রসঙ্গঃ ফ্রিজের রক্ত
Author: রক্তবন্ধু | 15 Apr 2023
রক্ত কখনোই ঘরোয়া ফ্রিজে বা অন্য রেফ্রিজারেটরে সংরক্ষণ করা উচিত নয়। সুনির্দিষ্ট তাপমাত্রায় অনুমোদিত বিশেষ ব্যবস্থা সম্পন্ন ফ্রিজেই রক্ত সংরক্ষণ করা হয়। ৩০ মিনিটের...