মাঝরাতে আকরাম সোহাগ ভাইয়ের প্লাটিলেট দান
Author: রক্তবন্ধু | 28 May 2023
গতকাল সন্ধ্যা ০৬:৩২ মিনিটে একটা নাম্বার থেকে কল আসলো।
কান্না জড়িত কন্ঠে এক আপু বললেন ভাই আমার একটা বি পজিটিভ প্লাটিলেট প্রয়োজন। রোগী বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছে, প্লাটিলেট টানাতে পিজি হাসপাতালে এসেছি।
দুপুর ২ টায় আসছি পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) এখন পর্যন্ত ৩ টা ডোনার রিজেক্ট হয়েছে। কেউই প্লাটিলেট দেওয়ার মত ফিট না।
জিজ্ঞেস করলাম, আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন?
উত্তরে আপুটি বললেন পিজি হাসপাতাল থেকে এক ভাই দিয়েছে। আপনাদের নাকি রক্তবন্ধু নামে একটা সংগঠন আছে।
আমি বললাম জী আছে। আরো জিজ্ঞেস করলাম আপনার রোগীর সমস্যা কি আর রোগী আপনার কি হয়?
আপু জানালেন রোগী তার স্বামী হন, উনার প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে।
আমি বললাম আচ্ছা দেখতেছি একটু সময় দেন।

সাথে সাথে পঞ্চগড়ের Shale Akram Shohag ভাই কে কল করলাম। উনি বনানীতে চাকুরী করেন। আমার বাড়ি ঠাকুরগাঁও হলেও পঞ্চগড় জেলা সমিতির ইফতার মাহফিলের দাওয়াতে গিয়ে উনার সাথে কথা-পরিচয় হয়েছিলো। এরপর বেশ কয়েকবার (৫-৬ বার তো হবেই) তাকে দিয়ে প্লাটিলেট ডোনেট করিয়েছিলাম। ভাই অনেক হেল্পফুল।
ভাইকে বললাম ভাই কোথায় আছেন? উনি বললেন ‘ইরফান ভাই, অফিস থেকে বের হচ্ছি মাত্র। বাসায় যাব’
বললাম বাসায় পরে যান, ঝিনাইদহ থেকে আসা এক রোগীর পিজি হাসপাতালে একটা বি পজিটিভ প্লাটিলেট লাগবে। প্লাটিলেটটা দিয়ে বাসায় যাইয়েন।
সোহাগ ভাই বললেন- ঠিক আছে কল দিতে বলেন।
সোহাগ ভাইয়ের সাথে কথা শেষ করে রোগীর লোককে কল দিলাম।
রোগীর স্ত্রী বললেন, ভাইয়া আরেকজন আসছে উনার সিভিসি টেস্ট করাচ্ছি।
মেজাজ হয়ে গেল খারাপ। ২ মিনিটের মধ্যে ডোনার কোত্থেকে এলো?
রোগীর লোককে বললাম ঠিক আছে আমি তাহলে ডোনার কে না করে দিচ্ছি। আবার সোহাগ ভাইকে ফোন দিয়ে না করে দিলাম।
ঠিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে আপু আবার কল করলেন।ভাই ডোনার এটাও রিজেক্ট!
উনার নিজেরই প্লাটিলেট কাউন্ট কম।
মেহেরবানী করে যদি ঐ ডোনারকে আসতে বলেন খুব উপকার হতো।
বললাম এখন কিভাবে সম্ভব? উনার বাসা কচুক্ষেত।
কচুক্ষেত থেকে শাহবাগ আসতে অনেক সময়ের ব্যাপার ।
তারপরও বললাম দেখি কি করা যায়।
সোহাগ ভাইকে আবার কল দিয়ে পুরো বিষয়টি বললাম।
বেচারা ক্লান্ত কন্ঠে বললেন আচ্ছা ভাই আমার নাম্বার রোগীর লোককে দিয়ে দেন, আমি খাওয়া শেষ করে বের হচ্ছি।
অবশেষে রাত ১১ টায় প্লাটিলেট দেওয়া শেষ হয়।
বাসায় ফিরতে রাত ১২ টা ক্রস করে।
হ্যাপি প্লাটিলেট ডোনেটিং ব্রাদার।
ইরফান পাঠান।
এডমিন, রক্তবন্ধু।

অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।
Author: রক্তবন্ধু | 07 May 2025
রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা। ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে...
Facebook Comments