লড়াকু সৈনিকের প্রথম রক্তদান
Author: রক্তবন্ধু | 04 Nov 2020
সু্যোগ পেলেই রক্তদান করে ফেলুন
– ইরফান পাঠান
“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে”
এই মূলমন্ত্র কে বুকে লালন করে অদম্য সাহস নিয়ে গড়ে উঠেছে “বাংলাদেশ সেনাবাহিনী”।
এ বাহিনী তার কর্মদক্ষতা ও মেধা দিয়ে আজ শুধু দেশে নয় সমস্ত পৃথিবীতে প্রশংসনীয় সম্মান অর্জন করেছে। দেশে হোক বা বিদেশে শান্তিরক্ষা মিশন “বাংলাদেশ সেনাবাহিনী” এক আস্থার প্রতীক। ঠিক তেমনি ভাবে এই বাহিনীকে ঘুমন্ত বাঘ বলা হয়, কারন দেশ বা দায়িত্বে কেউ আঘাত হানলে যে তাদের কি ভয়াবহ পরিণতি হয় তা গোটা বিশ্ব দেখেছে বা জানে।
ঠিক তেমনি ভাবে বেশ কিছুদিন ধরেই ” বাংলাদেশ সেনাবাহিনী” এর একজন লড়াকু সৈনিক তালুকদার সোহাগ মাহামুদ ভাই প্রথম বারের মত বি পজিটিভ রক্তদান করার জন্য রোগী খুঁজতেছিলেন।
কিন্তু টাইমিংটা মিলাতে কষ্ট হয়ে যাচ্ছিলো!
এমনিতে করোনার সময় তার উপর সেনাবাহিনী তে চাকরি করার কারণে বেশি দূরে যেতেও পারবেন না। আর কাছাকাছি উনার সময় অনুযায়ী তেমন রোগী পাচ্ছিলাম না।
যদিও কয়েকদিন আগে রোগী পেয়েছিলাম তারপর উনাকে ফোন করলাম উনি বললো ভাই মনে হয় আমার ভাগ্য খারাপ। কেননা আমি ছুটিতে বাড়িতে (মাদারীপুর) এসেছি।
১ নভেম্বর ঢাকায় এসে আমাকে ফোনে জানালেন “ইরফান ভাই, ঢাকায় আসছি। রোগী পেলে জানাবেন মিরপুরে আছি বিকেল থেকে সন্ধ্যা অথবা শুক্রবার /শনিবার যেকোনো সময়।”
অবশেষে আজকে ঢাকা মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে এক্সিডেন্টের রোগীর জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন হলে তালুকদার ভাইকে ফোন দেই আর উনি সময় টা জানতে চান।
আমি বললাম আপনার সুবিধা অনুযায়ী, রাত ৯ টার আগে দিলেই হবে।
উনি বললে ঠিক আছে সমস্যা নেই আমি বিকেলেই দিতে পারবো।
অবশেষে আজ ৪ নভেম্বর ২০২০,
১ম বারের মত বি পজিটিভ রক্তদান সম্পন্ন করলেন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments