রিপন ভাইয়ের তৃতীয় রক্তদান

শেয়ার করুন:

কিছুদিন আগে ঢাকায় যাওয়ার জন্য রিক্সায় ট্রেনের টিকিট কাটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম, এমন সময় আমার ফোনে রক্তের জন্য কল আসে।

কথোপকথন শুনে সামনে রিক্সাওয়ালা বলতেছেন ❝আমার বি পজিটিভ, লাগলে বইলেন।❞

আমি- আচ্ছা।

আল্লাহর কি কুদরত- ট্রেনের টিকেট পাই নাই সেদিন, কিন্তু একজন রক্তদাতার খোঁজ পেয়েছিলাম।

তারপর আজকে উনাকে নিয়ে আসলাম রক্তদান করাতে। এনিমিয়ার একজন রোগীর জন্য রিকোয়েস্ট ছিলো।

ওহ, ভালো কথা- উনি আবার বিকেলে সালাম প্লাজার সামনে  (ভৈরব) পার্ট টাইম মুচির কাজও করেন।

আপনাদের কারো সাথে দেখা হলে আমার পক্ষ থেকে একটা স্যালুট দিয়েন।

মহান এই রক্তদাতার নাম রিপন।
এ নিয়ে নিয়ে তৃতীয়বার রক্তদান করে ফেললেন তিনি।

মো. নজরুল ইসলাম
ভৈরব
০৬ নভেম্বর ২০২২

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।


শেয়ার করুন:

Facebook Comments