রক্তদানের ছবি শো-অফ

শেয়ার করুন:

আমরা কেন রক্তদানের ছবি আপলোড করি, করতে বলি?

আমি নাঈম, একজন স্বেচ্ছায় B+ve রক্তদাতা।

আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে এখন পর্যন্ত ৫ জন মুমূর্ষ রোগীর পাশে দাঁড়াতে পেরেছি। এইটা আমার আজ থেকে প্রায় ২.৫ বছর আগে তৃতীয় রক্তদানের ছবি।

একটা ব্যাপার কি জানেন?

এই যে ছবি টা নিয়েছি এবং সেইটা যেই ফেসবুকে আপলোড করেছিলাম ৩ দিনের মাথায় বন্ধু সার্কেল এবং অপরিচিতদের থেকে ৭ জন রক্তদানে আগ্রহ প্রকাশ করেছিলো।

রক্তদান করে সার্থকতা খুঁজে পেয়েছিলাম মুমূর্ষু রোগীর মুখে হাসি ফোটাতে পেরে 🙂

আর সোশ্যাল মিডিয়াতে ছবিটা আপলোড (so called Show off) করে সার্থকতা খুঁজে পেয়েছিলাম পরিচিত অপরিচিত মিলিয়ে ৭-৭ জন রক্তদাতা রক্তদানে আগ্রহীদের পেয়ে।

যাদের মধ্যে ৫ জন এই ছিলো প্রথম বারের মত রক্তদাতা।

আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি নিজেও এমন So called SHOW OFF দেখতে দেখতেই রক্তদানে মতো মহৎ কাজের সাথে জড়িয়ে পরি এবং আমার ছোট ভাইও..🙂

আলহামদুলিল্লাহ.. So called SHOW OFF থেকে যদি হয় দারুন কিছু তবে SHOW OFF-ই ভালো।

আমার রক্তে বাঁচুক প্রাণ, রক্ত দিন জীবন বাঁচান।
Happy Blood Donating ❤️

মোঃ নাইমুল হাসান মজুমদার নাঈম
(মালেশিয়া প্রবাসী)
রক্তকমল ফাউন্ডেশন, কুমিল্লা
ও ভলান্টিয়ার, রক্তবন্ধু।


শেয়ার করুন:

Facebook Comments