রক্তদানের আহবান
Author: রক্তবন্ধু | 26 Oct 2024
•রক্তদানের আহবান•
________________
এম বি বিপুল রায়
সভাপতি
দিনাজপুর জেলা যুব ফোরাম (VSO বাংলাদেশ)
হে নবীন!!
দুর্বার বয়সসীমার দুঃসাহসী আঠারোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কিংবা সবেমাত্র আঠারো পেরুলে। তাইতো তোমায় আহ্বান জানাই। তোমার বলিষ্ঠ কন্ঠে মানবতার গান বেঁজে উঠুক এটাই সকলের প্রত্যাশা।
মানব সেবায় নিজেকে যুক্ত করো, অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবনটাকে সঁপে দাও। এটাই হোক তোমাদের সংকল্প।
হাজার হাজার, লক্ষ লক্ষ মুমূর্ষু রোগীর আর্তনাদ শুধু একটাই আমাদের প্রাণে বাঁচাতে এগিয়ে আসুন, আমরা বাঁচতে চাই।
“সবেমাত্র ভুমিষ্ঠ হওয়া নবজাতক টি কল্পনার সুরে আহবান করছে, হে নবীন আঠারোর ছুঁইছুঁই বা আঠারো পেরোনোর দল, প্রিয় ভাইবোন,
আমি আজ জন্মগ্রহণ করলাম পৃথিবীতে। আমাকে জন্ম দিতে গিয়ে আমার জন্মদাতা মা মৃত্যুর সাথে যুদ্ধ করছে। প্লিজ তোমরা আমার মায়ের প্রাণ বাঁচাতে এগিয়ে আসো, আমার মা কে বাঁচাও।
আমার মা যদি না বেঁচে থাকে তাহলে আমি মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবো। আমিও তো তোমাদের মতো আঠারোর দ্বারপ্রান্তে পৌছালেই নিয়মিত রক্তদান করবো। দয়াকরে আমার মা কে বাঁচাতে এগিয়ে আসো।”
হে প্রিয়,
হাসপাতালের বেডে জীবন সন্ধিক্ষণে মৃত্যু যন্ত্রনা নিয়ে মুমূর্ষু রোগীটি অবাক নয়নে চেয়ে আছে তোমাদের দিকে। তোমাদের একফোঁটা রক্তে প্রাণে বাঁচতে চায়।
তাই সবাইকে আহ্বান করছি, রক্তদানে কোন অযুহাত নয়।
রক্তদানে আহবান করলেই অনেকে বলে মা বাবার অনুমতি ছাড়া দিতে পারবে না।
আচ্ছা!!!
মা বাবার অনুমতি ছাড়াই তো কতো পিকনিক, শিক্ষা সফর, বন্ধু আড্ডা, ক্লাস পার্টি, জন্মদিন পালন, সিনেমা হল ইত্যাদিতে অংশগ্রহণ করছো, সেগুলোর বেলায় তো অনেক সময়ই মা বাবার অনুমতি নিচ্ছো না।
তবে, মায়েদের সন্তান ভালোবাসায় সম্মান রেখে বলছি, প্রতিটা মা যেনো তার সুস্থ শরীরের সন্তানদের সম্মতি দেয় রক্তদানে। কেননা, যখন তোমার বা আমার পরিবারের কারোর জন্য রক্তের প্রয়োজন পড়বে সেদিন যে রক্তদাতা রক্ত দিতে আসবে, সেও ত তোমার আমার মায়ের মতো কোন এক মায়ের সন্তান।
হে বন্ধু,
আমরা আমাদের মানসিকতাকে পরিবর্তন করি, নিজেকে তৈরী করি রক্তদাতা হিসেবে। সময় হলেই রক্তদানে এগিয়ে আসি।
পরিশেষে একটি কথা বলতে চাই, রক্তদানে কোন ক্ষতি হয়না বরং লাভ হয়। তাইতো, “তোমাদের আঠারোতম জন্মদিন পালন করো এক ব্যাগ রক্তদানের মাধ্যমে।”
জয় হোক মানবতার।

প্রতিটি পরিবারে একজন করে নিয়মিত রক্তদাতা তৈরিতে এগিয়ে যাওয়ার এইতো সময়, আসুন সকলের মিলে সকলকে উৎসাহ যোগাই, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পের আয়োজন করি, এগিয়ে যাই মানবিক কাজে। তবেই হবে নতুন বাংলাদেশ।
জয় হোক রক্তদাতার।
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments