রক্তদানের অপেক্ষায়
Author: রক্তবন্ধু | 11 Dec 2023
আমার সাথে ঘটে যাওয়া রক্তদানের গল্প
সালটা ছিলো ২০১১। জীবনের প্রথম রক্তদান ছিলো আমার। ঢাকা ক্যান্সার হসপিটালে এক ক্যান্সার রোগীর জন্য এবি+ রক্ত লাগবে। তাই আমাকে নিয়ে এক ভাই ঢাকা রওনা দেয়, খুব ভয়ে ছিলাম এতো মোটা সুই শরীরে ঢুকাবে! সারা রাস্তায় টেনশন করতে করতে হসপিটাল যাই, প্রথমে আমার স্যাম্পল নিলো, আমি ভয়ে চুপ করে বসে ছিলাম। শরীর নড়ে না! নার্স বলে প্রথমবার নাকি ভাই? আমি বলাম হ্যাঁ ম্যাডাম, তারপর বললেন ভয়ের কিছু নাই ভাইয়া। সারাদিন কত মানুষ দিচ্ছে, আমি নিজেও ৪-৫ বার দিয়েছি, কোনো ভয় নাই।
১ ঘন্টা পরে আমাকে ডাকলো। আমি আল্লাহ আল্লাহ করতে করতে ঢুকলাম! বেডে শুইলাম, আর এক নার্স আসলো। ব্লাড ব্যাগ নিয়া ব্যাগে মোটা সুই দেখে আমি অবাক! ফেস টু ফেস ফিল করি নাই কখনো। যাই হোক ব্লাড তো দিতে গিয়েছি, সাহস করে দিবই ইনশাআল্লাহ।
নার্স আমাকে স্বান্তনা দিয়ে উল্টো দিকে তাকাতে বললো। আমি তাকাইছি আর তিনি সুই ঢুকায় দিলেন রগে!
প্রথম একটু ব্যথা ফিল করেছি তার পর মনে হলো ৪ মিনিট লাগে ১ ব্যাগ রক্ত ব্যাগে ফিল হতে।
আলহামদুলিল্লাহ রক্ত দিয়ে দিলাম। ২০ মিনিট আমাকে বেডে শুইয়ে রাখলো। স্যালাইন পানি জুস খাওয়ালো। আর বার বার নার্স বলছেন, ২০ মিনিট এর আগে উঠবেন না কইলাম।

এখন চলে ২০২৩ সাল। সেই ভিতু আল আমিনের এখন ব্লাড দেয়া নিয়মিত অভ্যাস হয়ে গেছে। কিসের ভয়? আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়ায় ২০১১-২০২৩ পর্যন্ত ৩৯ বার রক্তদান করেছি আমি। আলহামদুলিল্লাহ। ইচ্ছে ১০০ ব্যাগ, যদি আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ। ১০০ ব্যাগ দিতে আর মাত্র ৬১ ব্যাগ বাকি। সবাই আমার জন্য খাস দিলে দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ আমার রক্তদানের সময় হয়ে গেছে। ১৬-১২-২০২৩ বিজয় দিবস উপলক্ষে ৪০ তম এবি+ রক্ত দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ।
আমি নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা সহ কক্সবাজার সদর হসপিটাল
বরিশাল, কুমিল্লায়ও রক্তদান করেছি।
আল আমিন
নারায়ণগঞ্জ।
১২ ডিসেম্বর ২০২৩
অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।
Author: রক্তবন্ধু | 07 May 2025
রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা। ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে...
Facebook Comments