রক্তদাতা খোঁজের অভিনব কৌশল !

শেয়ার করুন:

মানবিক পুলিশ সদস্য || রক্তদাতা খোঁজের অভিনব কৌশল! যা কেউ ভাবেনি আগে!

মঙ্গলবার (৯ মার্চ): গভীর রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাচ্চা প্রসব করতে মানিক বালার অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করতে ভয় পাচ্ছিলেন চিকিৎসকরা।

এতো রাতে কোথায় রক্তদাতা পাবেন?
স্বামী স্বাগতম হালদার কোনো উপায় না পেয়ে মঠবাড়িয়া থানায় গিয়ে ঘটনা জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সঙ্গে কথা বলে রক্তের গ্রুপ জেনে দুই পুলিশ সদস্যকে রক্ত দিতে অনুরোধ জানান। পরে গভীর রাতেই মঠবাড়িয়া থানার কনস্টেবল নাজমুল হাসান ও অপর এক পুলিশ সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) দুই ব্যাগ ‘বি পজিটিভ’ রক্ত দেন সেই প্রসূতিকে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। স্থানীয় চৌকিদারের সহযোগিতায় গভীর রাতে ওই নারীকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন স্বামী স্বাগত হালদার।

তথ্যসূত্রঃ জাগো নিউজ ২৪ ডট কম

স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করুন, প্রতিবার রক্তদানের পর তারিখ আপডেট করে দিন। বিস্তারিত roktobondhu.com/details


শেয়ার করুন: