রক্তদাতাকে রক্তদান

রক্তবন্ধু শামীম এর A+ve রক্তদান।

শেয়ার করুন:

রক্তদাতাকে রক্তদান

নিয়মিত এ পজিটিভ রক্তদান করেন এক ছেলেসন্তানের জননী। কারো প্রয়োজন হলে, তার রক্তদানের সময় হলে রক্তদানের জন্য স্বামী নিজে নিয়ে যান, না করেন না কখনো।
বলছি রক্তবন্ধু ওয়েবসাইটে নিবন্ধিত প্রথম নারী রক্তদাতা পঞ্চগড়ের ইয়াসমিন বেগমের কথা!
২১ সেপ্টেম্বর তিনি এক ফুটফুটে কন্যাসন্তান জন্মদেন। হিমোগ্লোবিন ঠিকঠাকই ছিলো। সিজার পরবর্তীতে ডাক্তার পরামর্শ দেন রক্ত গ্রহণের।
সচেতন থাকায় আগে থেকেই একজন রক্তদাতা প্রস্তুত থাকলেও প্রসবের দিন তিনি উপস্থিত থাকবেন না, ব্যক্তিগত কাজে বাইরের জেলায় যাওয়ার প্রয়োজন হয়। তাই সাথে সাথে বিকল্প হিসেবে দুইদিন আগেই দুইজন রক্তদাতা প্রস্তুত করেছিলেন রক্তবন্ধুর পঞ্চগড় প্রতিনিধি আবু মুসা, ও সাইদুল ইসলাম।

শামীমের ২য় বারের মতো A+ve রক্তদান

কল পাওয়া মাত্র রক্তদানে ছুটে আসেন রক্তবন্ধু শামীম হোসেন। দ্বিতীয়বারের মতো রক্তদান করেন তিনি।


শেয়ার করুন:

Facebook Comments