ময়মনসিংহে চালু হয়েছে প্লাটিলেট এফেরেসিস

শেয়ার করুন:

গত ১০ অক্টোবর ২০২২ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথমবারের মতো এফেরেসিস মেশিনে প্লাটিলেট টানানো হয়। কিছুদিন পূর্বে মেশিনটি সেখানে পৌঁছায় এবং ১০ তারিখ সোমবার প্রথমবারের মতো চালু করা হয়। জনৈক ডেঙ্গু রোগীর জন্য মো. আরিফ হোসেন নামে এক স্বেচ্ছাসেবী রক্তদাতা বি পজিটিভ প্লাটিলেট দানের মাধ্যমে ময়মনসিংহে এফেরেসিস এর যাত্রা শুরু করেন। তিনি নিজেও প্রথমবারের মতো প্লাটিলেট প্রদান করেন। উদ্বোধনী যাত্রা হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে প্লাটিলেট এফেরেসিস সুবিধাটি পান সংশ্লিষ্ট রোগী।

সাধারণত ডেঙ্গু এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্লাটিলেটের প্রয়োজন হয়।

রক্তদাতা মো. আরিফ হোসাইন রক্তদানের স্থানীয় সংগঠন কৃষ্টপুর ব্লাড কল্যাণ সোসাইটি এর সভাপতি। তিনি রক্তবন্ধুকে জানান, “ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাই ময়মনসিংহে বেশি। মূলত অধিকাংশই ঢাকায় আক্রান্ত হয়ে বাড়ি আসেন।”

ময়মনসিংহের অনেকেই এফেরেসিস সম্পর্কে জানেন না। আগ্রহীগণ যারা জানতেন তারা ঢাকায় এসে প্লাটিলেট ডোনেট করে যেতেন।
জনাব আরিফ আরোও জানান, সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার ৬ মাস পর প্লাটিলেট সম্পর্কে তিনি জানতে পারেন এরপর থেকেই অধীর আগ্রহে ছিলেন সুযোগ পেলে প্রয়োজনে ঢাকায় গিয়ে একবার প্লাটিলেট দিবেন।

সংগঠনটির সেক্রেটারি মো. রাসেল রক্তবন্ধুকে জানান, আমাদের এখানে এটা নতুন একটা অভিজ্ঞতা। আমরা এখন ময়মনসিংহে হোল ব্লাড এর পাশাপাশি প্লাটিলেট নিয়েও কাজ করতে চাই। আগে চারজন ডোনার থেকে প্লাটিলেট সংগ্রহ করা হতো কিংবা ঢাকায় যেতে হতো। এখন আধুনিক সুবিধাটি ময়মনসিংহে আমরা পাবো। প্রথম প্লাটিলেট দানের সময় তিনিও উপস্থিত ছিলেন।

এদিকে রক্তবন্ধুর ভলান্টিয়ার জয়নাল হোসেন মারফত ময়মনসিংহে এফেরেসিস চালু হওয়ার সুসংবাদ পেয়েই রক্তবন্ধুর আরেক ভলান্টিয়ার মো. শহীদুল্লাহ্ গ্রুপে পোস্ট করে জানিয়ে দেন যে তিনি প্রয়োজনে এবি+ প্লাটিলেট দিতে ময়মনসিংহ যেতে প্রস্তুত আছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ❝সিজনাল রোগ হিসেবে ডেঙ্গু রোগীর চাপ এখন বেশি। গতকাল এখানে ৩২ জন ডেঙ্গু রোগী ছিল৷ আজকে আছে ২৫ জন। গতপরশু ছিলো ২৬ জন। সবার তো প্লাটিলেট লাগে না। আমরা এখনো প্লাটিলেট টানানোর খরচ নির্ধারণ করি নাই। আজকে কালকের মধ্যে নির্ধারণ করলে আপনারা জেনে যাবেন। আমরা ঢাকা, BSMMU, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতলেও যোগাযোগ করছি। আমরা চেষ্টা করবো সরকারি সর্বনিম্ন খরচে এফেরেসিস করানোর।❞

উল্লেখ্য, প্লাটিলেট ডোনারদের জন্য রক্তবন্ধু ওয়েবসাইটেই বাংলাদেশে সর্ব প্রথম অপশন করা হয়। ময়মনসিংহের রক্তদাতাগণ চাইলে এখন প্লাটিলেট সেকশনেও রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্লাটিলেট এফেরেসিস সম্পর্কে বিস্তারিত জানতে, কারা প্লাটিলেট দিতে পারবেন , কতোদিন পর পর পারবেন ইত্যাদি সম্বন্ধে জানতে রক্তবন্ধু Link থেকে আর্টিকেলটি পড়ে নিন।

রক্তবন্ধু (roktobondhu.com)
মো. তাসনিমুল বারী নবীন

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।

আমাদের ফেসবুক গ্রুপঃ রক্তবন্ধু
আমাদের ফেসবুক পেজঃ রক্তবন্ধু


শেয়ার করুন:

Facebook Comments