ফেরেশতা নয়, মানুষই।
Author: রক্তবন্ধু | 17 Jun 2023
টাঙ্গাইলের কুমুদিনি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীর জন্য A+ ডোনার নিয়ে গিয়েছিলেন অরণ্য রানা। গিয়ে দেখনে এক “হাবাগোবা” টাইপের অবুঝ লোক দৌঁড়ঝাপ করছে! তার বেগতিক অবস্থা দেখে রানা ভাই নিজ থেকে এগিয়ে যান। জানতে চান।
উনার ওয়াইফ এর ডেলিভারি। হিমোগ্লোবিন ৯.১৪। ডাক্তার বলেছে ২ ব্যাগ রক্ত লাগবে। রক্তের গ্রুপ B-
বলতে বলতে সেই লোক হাউমাউ করে কেঁদেই ফেলেছিলেন! পারলে হাতপায়ে ধরে!
অরণ্য রানা যেন সাক্ষাৎ ফেরেশতা!! তার রক্তের গ্রুপ বি নেগেটিভ। লোকটিকে খুবই অসহায় মনে হলো তার৷ রক্তের ব্যাগ কিনবে সে টাকাও যোগাড় করা যেন দুরূহ সেই লোকের।
শুধু কি তাই?
রোগীর এটেন্ডেন্ট বলতে শুধু ঐ স্বামীই! মানে রোগীর আর কোন লোক সেখানে সাথে নেই। নেই কোন মহিলাও। এক সাধাসিধা অসহায় স্বামী যেন অস্ত্র ছাড়া লড়ে যাচ্ছেন স্ত্রী ও গর্ভের অনাগত সন্তানকে বাঁচানোর জন্য। খুব মায়া হলো অরণ্যের।
যেহেতু বি নেগেটিভ সহসা পাওয়া যায় না, রানা ভাই নিজেই নার্স এর সাথে কথা বললেন। রোগী ওটিতে নেয়ার আগে রক্ত না দিয়ে রক্তটা অপারেশন এর পর দেয়ার পরামর্শও দিলেন (নিয়মিত রক্ত দাতাদের একটা অভিজ্ঞতা বলে কথা আছে না!) । ৯.১৪ হিমোগ্লোবিন খুব কমও না। আগেই দিলে যদি অপারেশন এর পরে লাগে মুসিবত হয়ে যাবে! বরং সিজার এর পরে দিলে হাতে বেশ কিছুদিন সময় পাওয়া যাবে যদি আরও রক্ত লাগেও। তখন ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন তো রক্তদাতা খুঁজে বের করার সময়ও হাতে নেই। রোগীর জীবন সঙ্কটাপন্ন।
অবশেষে ৬ষষ্ঠ রক্তদান সম্পন্ন। (১৭ জুন, ২০২৩)
আকাশ থেকে ফেরেশতা এসে রক্তদান করে না, মানুষের জন্য মানুষকেই রক্তদান করতে হয়।
আপনিও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন।
roktobondhu.com
অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
গভীর রাতের প্রশান্তি
Author: রক্তবন্ধু | 04 Feb 2025
রাত ৯টা ২৩। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত এক নম্বর। কল রিসিভ করতেই অপর পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে খোরশেদ জাহান বললেন— "ভাই, আপনি তো...
Facebook Comments