প্রথম রক্তদানের টানে
Author: রক্তবন্ধু | 21 Jul 2022
২০১৮ সাল। চার বছর আগের কথা।
রমজান মাসে খবর পাই ঢাকা গণস্বাস্থ্য হসপিটালে একজন কিডনি ডায়ালাইসিস রোগীর A+ ব্লাড লাগবে।
আমারও প্রথমবার ব্লাড দেয়ার জন্য তর সইতে ছিলোনা। আমিও সাথে সাথে বলে দেই যে ব্লাড আমি দিবো।
চাকুরি সূত্রে আমি তখন যশোরে থাকতাম। রাতের ট্রেনে রওনা হলাম ঢাকার দিকে। সকালে এয়ারপোর্ট স্টেশনে নামলাম। সেখান থেকে ধানমন্ডি ৬ নাম্বারে ঐ হসপিটালে গেলাম ব্লাড দিতে। তখন বাজে বেলা ১২ টা। রোজা রেখেই জীবনের প্রথম রক্তদান করলাম।
রক্ত দিয়ে গেলাম উত্তরায়৷ একটি সংগঠন (পারি ফাউন্ডেশন) এর ইফতার প্রোগ্রাম ছিলো অসহায় বস্তিবাসীর জন্য । সেখানে প্যাকেটিংয়ের কাজে লেগে গেলাম। প্যাকেটিং শেষ করে আসরের নামাজ পড়তে গেলাম। নামাজ থেকে এসে ইফতার নিয়ে রওনা হলাম বস্তির অসহায় মানুষ গুলোর ঘরে ঘরে।
রোজা রেখে জীবনের প্রথম রক্তদান শেষে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ। একই দিনে দুইটি ভালো কাজের সুযোগ হয়েছিলো।
ঘটনাটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

মো. শাহ জালাল
হোম ডিস্ট্রিক্ট বগুড়া।
শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ roktobondhu.com -এ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগ ইন করে তারিখ আপডেট করে দিন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments