প্রথম রক্তদানের টানে

শেয়ার করুন:

২০১৮ সাল। চার বছর আগের কথা।

রমজান মাসে খবর পাই ঢাকা গণস্বাস্থ্য হসপিটালে একজন কিডনি ডায়ালাইসিস রোগীর A+ ব্লাড লাগবে।
আমারও প্রথমবার ব্লাড দেয়ার জন্য তর সইতে ছিলোনা। আমিও সাথে সাথে বলে দেই যে ব্লাড আমি দিবো।
চাকুরি সূত্রে আমি তখন যশোরে থাকতাম। রাতের ট্রেনে রওনা হলাম ঢাকার দিকে। সকালে এয়ারপোর্ট স্টেশনে নামলাম। সেখান থেকে ধানমন্ডি ৬ নাম্বারে ঐ হসপিটালে গেলাম ব্লাড দিতে। তখন বাজে বেলা ১২ টা। রোজা রেখেই জীবনের প্রথম রক্তদান করলাম।

রক্ত দিয়ে গেলাম উত্তরায়৷ একটি সংগঠন (পারি ফাউন্ডেশন) এর ইফতার প্রোগ্রাম ছিলো অসহায় বস্তিবাসীর জন্য । সেখানে প্যাকেটিংয়ের কাজে লেগে গেলাম। প্যাকেটিং শেষ করে আসরের নামাজ পড়তে গেলাম। নামাজ থেকে এসে ইফতার নিয়ে রওনা হলাম বস্তির অসহায় মানুষ গুলোর ঘরে ঘরে।

রোজা রেখে জীবনের প্রথম রক্তদান শেষে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ। একই দিনে দুইটি ভালো কাজের সুযোগ হয়েছিলো।
ঘটনাটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

মো. শাহ জালাল
হোম ডিস্ট্রিক্ট বগুড়া।

 

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ roktobondhu.com -এ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগ ইন করে তারিখ আপডেট করে দিন।


শেয়ার করুন:

Facebook Comments