দুই আঁটি কচুশাক

শেয়ার করুন:

বাসাবো মাদারটেক চৌরাস্তায় আমার জন্য হিমোগ্লোবিন নিয়ে বসে আছেন জমিলা চাচী।

মাত্র দশ টাকা আঁটি।

হিমোগ্লোবিন ১৩ এর নিচে নামার আগেই বাসায় নিয়ে আসি কচু শাক।

মাত্র এক সপ্তাহেই ১৬-১৭ তে নিয়ে আসি।

অনেকে না বুঝে কচুর ডাটা খেয়ে বলে ‘আমার তো হিমোগ্লোবিন বাড়ে না!’
কচু শাক বলতে শুধু কচুর পাতা বুঝানো হচ্ছে।

যাদের শরীর দুব্বল (!) লাগে বা যাদের বাসায় ডেলিভারি বা এনিমিয়ার (রক্ত স্বল্পতার রোগী আছে, তারা বাসায় কচু শাক নিয়ে যান।

ডেলিভারি বা এনিমিয়ায় আক্রান্ত রোগীর বাসায় ফল-মূলের পাশাপাশি দুই আঁটি কচু শাক নিয়ে যান, যদি রোগীর সত্যিই সুস্থতা কামনা করেন আর কি!

মো. নজরুল ইসলাম
কল সেন্টার,
রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ।


শেয়ার করুন: