টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান
দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ওই সেনা সদস্য রক্তদান করেন। প্রসূতি শ্রাবন্তী রায় (২৬) বোচাগঞ্জ উপজেলার মুলদুয়ার ডাঙ্গিপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী।
জানা যায়, গুরুতর অসুস্থ হওয়ায় শুক্রবার সন্ধ্যায় প্রসূতি শ্রাবন্তী রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। চিকিৎসক জরুরিভাবে ‘ও’ পজিটিভ রক্ত জোগাড় করতে বলেন। কিন্তু তাৎক্ষণিক রক্ত পাওয়া যাচ্ছিলো না। এমন সময় রাত ৮টার দিকে মেডিকেল কলেজের সামনে দিনাজপুর আর্মি ক্যাম্পের একটি টহল দলকে দেখতে পান রোগীর স্বামী সন্তোষ চন্দ্র রায়। তিনি দৌড়ে গিয়ে সেনা সদস্যদেরকে বিষয়টি জানালে ক্যাম্প কমান্ডার একই রক্তের গ্রুপের এক সেনা সদস্যকে রক্ত দিতে বলেন। শহরের নিউ টাউন ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় টহলে ছিলেন সেনাবাহিনীর দলটি। দলের নেতৃত্বে ছিলেন ক্যাম্প কমান্ডার।

roktobondhu.com – স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করুন
তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা হওয়ায় রোগীর শরীরে রক্ত সঞ্চালন করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। এমন মানবিক ঘটনায় রোগীর পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং চিকিৎসকরা সেনা সদস্যের উদ্যোগের প্রশংসা করেন। দিনাজপুরে সেনাবাহিনীর টহলদল জননিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমেও নিয়মিতভাবে এগিয়ে আসছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম প্রশংসা করার মতো। রক্তের প্রয়োজনে এভাবেই এগিয়ে আসা উচিত।
ডিউটিরত অবস্থায় তাৎক্ষণিক রক্ত প্রদানকারী সেনা সদস্যের নাম জানতে চাইলে ক্যাম্প কমান্ডার ও ঐ সেনা সদস্য তাদের নাম উল্লেখ করতে চাননি। তারা বলেন, ‘আমরা মানবিক কাজ করি দেশ ও মানুষকে ভালোবেসে, নামের জন্য নয়।’
সূত্র: জাগো নিউজ 24
অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।
Author: রক্তবন্ধু | 07 May 2025
রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা। ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে...
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
Facebook Comments