একটি নতুন সকালের খোঁজে
Author: রক্তবন্ধু | 04 Sep 2020
একটি নতুন সকালের খোঁজে
শাকিরা আক্তার সোহেলি
বিষের বোতল হাতে নিয়ে বসে আছি। সব অতীত শেষ হবে আজ। রাত দুইটার মত বাজে। কোথাও কোনো শব্দ নেই। প্রকৃতিও বিশ্রামে ব্যস্ত।
আহা!! আজ আমার শেষ দিন। আব্বা,আম্মা পাশের রুমে ঘুমোচ্ছে। কেউ টের পাবেনা। সকাল গড়িয়ে দুপুর হবে আমার ঘুম ভাঙবে না। আমাকে দরজা খুলতে বলা হবে, আম্মা চিল্লায়ে চিল্লায়ে ডাকবে আমি উঠবো না।
যখন অনেক ডাকার পরও আমি উঠবো না। আম্মা কান্না শুরু করে দিবে। দরজা ভেঙে ফেলা হবে।
আমি নেই। আমাকে আর কেউ পাবেনা। সমস্ত অভিমান মরে গেছে। ভালো থেকো তুমি। ভালো থেকো তোমরা সবাই। আমি না হয় নরকেই গেলাম।।
বোতলের মুখ খুলে বিষ মুখে নিতে যাবো।
হঠাৎ ফোনটা বেঁজে উঠলো। এতো রাতে কে ফোন দিবে আমায়। তেমন তো কেউ নেই।
যাইহোক, তার ইচ্ছেটা পূরণ করার জন্য ফোন রিসিভ করলাম। আজকের পর থেকে তো আর কারো ইচ্ছে পূরণ করতে পারবো না।
ফোন রিসিভ করতেই, ভাইয়া প্লিজ ভাইয়া একটু হাসপাতালে আসেন ভাইয়া প্লিজ। কান্নাজড়িত কন্ঠে একটা মেয়ে বারবার অনুরোধ করলো আমাকে।
আচ্ছা কি হয়েছে? এত রাতে হাসপাতালে কেন যাবো? আর তুমিই বা কে..?
ভাইয়া, আমার আব্বুকে বাঁচান ভাইয়া।
আব্বুর এক্ষুণি অপারেশন করতে হবে। কিন্তু কোথাও ও নেগেটিভ ব্লাড পাচ্ছিনা। ব্লাড ছাড়া অপারেশন হবেনা।
আচ্ছা আমি আসছি।।
মরেই যখন যাবো অন্তত একজনের উপকার করেই মরি। কিছুক্ষণের মধ্যে হাসপাতাল পৌঁছে গেলাম।সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমার ব্লাড নিয়ে তারপর তার অপারেশন করা হলো। অপারেশন সাকসেসফুল।
আমাকে তারা যা সম্মান দিলো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
রাস্তায় হাঁটছি আর ভাবছি। মানুষটা বাঁচার জন্য কত চেষ্টা করে যাচ্ছে। কত চিকিৎসা, কত টাকা উড়াচ্ছে। শুধু একটু বাঁচতে চায়। আর আমি!! আমি আমার এত সুন্দর জীবন নিজের হাতে শেষ করতে যাচ্ছিলাম।
আজ আমার মাধ্যমে আল্লাহ তাকে বাঁচালো। আর আমি!!
আমাকে বাঁচতে হবে। এভাবে মাঝরাতে মানুষকে রক্ত দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। মানুষের জন্য বাঁচতে হবে।
( স্বেচ্ছায় রক্তদান করতে চাইলে রেজিস্ট্রেশন করুন roktobondhu.com , প্রতিবার রক্তদানের পর তারিখ আপডেট করে দিন। নারী রক্তদাতাদের ফোন নম্বর ওয়েবসাইটে গোপন থাকবে।
বিস্তারিত জানতে ও পড়তে ক্লিক করুন )
অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...
গভীর রাতের প্রশান্তি
Author: রক্তবন্ধু | 04 Feb 2025
রাত ৯টা ২৩। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত এক নম্বর। কল রিসিভ করতেই অপর পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে খোরশেদ জাহান বললেন— "ভাই, আপনি তো...
Facebook Comments