একজন মানবিক পুলিশ সদস্যের রক্তদানের সুখকর অভিজ্ঞতা
Author: রক্তবন্ধু | 04 Sep 2022
আমি খাইররুল ইসলাম, একজন পুলিশ সদস্য। গতকাল আমার ডিউটি ছিল কলেজ গেইট। ফোন হাতে নিয়ে ফেইসবুকে দেখি রক্তের পোষ্ট। এইবার রক্ত দেওয়ার ইচ্ছে ছিল সিজারের কোন রোগীকে/ প্রসূতি কোন মায়ের প্রয়োজনে। একের ভেতর দুই জীবন।
কিন্তু পোস্ট দেখলাম রক্ত লাগবে কিডনি রোগীর জন্য।
রক্ত লাগবে কিডনি হসপিটালে অর্থাৎ আমি যেখানে ডিউটি করছি সেই রাস্তার ওপারে। তখনই সিদ্ধান্ত নিই আমি রক্ত দিব।
রোগী ছিল কিডনি ডায়ালাইসিসের। রক্তের গ্রুপ বি পজিটিভ।
তবে সব থেকে বড় দুঃখের কথা হলো রোগীর সাথে কোন আত্মীয় ছিলনা, রোগী নিজে তার রক্তের স্যাম্পল নিয়ে আসলেন।
এইটা দেখার পর আমার কাছে খুব কষ্ট লাগলো।
ডিউটির জন্য উনার সাথে তেমন কথা বলতে পারি নি, খোঁজও নিতে পারিনি।
কিছু সময় পর রোগী কল দিয়ে আমাকে বললেন ❝বাবা আমি তোমার জন্য নামায পড়ে দোয়া করবো।❞
কসম! আমি পূর্বে যতোবার রক্ত দিয়েছি এইবার হাজার গুণ বেশি শান্তি পেয়েছি।
এখন থেকে আগের তুলনায় হাজার গুণ বেশি আগ্রহ বেড়েছে রক্ত দানের।
ইনশাআল্লাহ, সারা জীবন যতোদিন সম্ভব রক্তদান করে যাবো।
খাইরুল ইসলাম, B+ve
নিজ জেলাঃ কিশোরগঞ্জ

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments