চোখে অন্ধ রতনের ৩০০টাকা খরচ করে রক্তদান।

শেয়ার করুন:

অন্ধ রতনের ৩০০টাকা খরচ করে রক্তদান।

সুপারহিরো!

রতনের প্রথমবারের মত B+ লাল ভালোবাসা দান।

অন্ধ হলেও রক্তদানের ব্যাপারটা অনুভব করতে পারেন তিনি।

হাসিটা জোস না..? ❤️

গতকাল এই অন্ধ মানুষটি তিনবার রোগী মিসিং হবার পরও আবার রক্ত দিতে আসেন, নিজের ৩০০ টাকা গাড়ি ভাড়া  খরচ করে।

অন্য রক্তদাতাদের কাছ থেকে শুনে রক্ত দিতে ইচ্ছুক হন তিনি।

চোখে অন্ধ রতন আমাদের হৃদয়ের আলো।

ফেনীর এই রক্তদাতাকে দাঁড়িয়ে স্যালুট হবে। 👮‍♂️


শেয়ার করুন:

Facebook Comments