চোখে অন্ধ রতনের ৩০০টাকা খরচ করে রক্তদান।
Author: রক্তবন্ধু | 21 Jan 2021
অন্ধ রতনের ৩০০টাকা খরচ করে রক্তদান।
সুপারহিরো!
রতনের প্রথমবারের মত B+ লাল ভালোবাসা দান।
অন্ধ হলেও রক্তদানের ব্যাপারটা অনুভব করতে পারেন তিনি।
হাসিটা জোস না..? ❤️
গতকাল এই অন্ধ মানুষটি তিনবার রোগী মিসিং হবার পরও আবার রক্ত দিতে আসেন, নিজের ৩০০ টাকা গাড়ি ভাড়া খরচ করে।
অন্য রক্তদাতাদের কাছ থেকে শুনে রক্ত দিতে ইচ্ছুক হন তিনি।
চোখে অন্ধ রতন আমাদের হৃদয়ের আলো।
ফেনীর এই রক্তদাতাকে দাঁড়িয়ে স্যালুট হবে। 👮♂️
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত গ্রহীতা যখন রক্তদাতা
Author: রক্তবন্ধু | 11 Nov 2025
১০ নভেম্বর, ২০২৫। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত করিডোর। সকাল ৮টা ৪০ মিনিটে Ayesha Anis বাসা থেকে বের হলেন। হাসপাতালে পৌঁছাতে সময় লাগল প্রায়...
জীবন থেকে পাওয়া
Author: রক্তবন্ধু | 27 Oct 2025
জীবন থেকে পাওয়া এক অনুপ্রেরণার গল্প... আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম আজ সে দ্বিতীয়বারের মতো “A Negative” রক্তদান সম্পন্ন করেছে। এটা শুধু একটি রক্তদান...
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
Facebook Comments