নারী রক্তদাতাদের জন্য কিছু জরুরি তথ্য
Author: রক্তবন্ধু | 16 Sep 2020
নারীদের মধ্যে রক্তদাতা তুলনামূলক কম হলেও আগের যে কোন সময়ের চেয়ে সংখ্যাটা অনেক বেড়েছে এবং বাড়ছে। অনেকে সচেতন হয়েছেন এবং হচ্ছেন। সূঁচ এর ভয়কে জয় করে রক্তদানে এগিয়ে এসেছেন অনেক নারী।
সন্তান ধারণ সহ জন্মদানের মতো কঠিন ব্যাথা যারা সহ্য করতে পারে, সিজারের প্রয়োজনে অনায়াসেই যারা অপারেশন থিয়েটারে ছুঁড়ি-কাঁচির কাটাছেঁড়া সহ্য করতে পারে, অন্যের জীবন বাঁচাতে রক্তদানের জন্য সামান্য সূঁচ এর ব্যাথা তো তাঁদের জন্য কিছুই না!
তবে নারীরা রক্তদানের যাবার আগে নিচের বিষয়গুলো খেয়াল করবেনঃ
ওজন ৫০ কেজি না হলেও কমপক্ষে ৪৮ কেজি আর বয়স তো ১৮ হতেই হবে।
♀ ♀ মাসিক/পিরিয়ড চলাকালীন অবস্থায় নারীরা রক্তদান করতে পারবেন না। অর্থাৎ যে মহিলা বর্তমানে ঋতুচক্রের মধ্যে আছেন (মাসের নির্দিষ্ট ৫/৬ দিন) + পরবর্তী ৭ দিন, তিনি রক্তদান করতে পারবেন না। এই তথ্যটা জানা সবচেয়ে বেশি জরুরী, কারণ এটা অনেকেই জানেন না এবং ভুল করেন।

♀ নারী/মহিলাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমান এমনিতেই কিছুটা কম থাকে। অনেক সুস্থ মহিলাও মাইল্ড এনিমিয়া বা রক্তশূন্যতায় ভোগেন। আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমান যদি 11.5 gm/dl এর কম হয়, তাহলে রক্তদান করতে পারবেন না। যদিও চোখ চেহারা স্বাস্থ্য দেখে ডোনারকে অনেকটা অনুমান করা যায়; সন্দেহ থাকলে, দুর্বল মনে হলে রক্তদানের পূর্বে অবশ্যই হিমোগ্লোবিন চেক করে নিবেন।
♀ গর্ভাবস্থায় কোনভাবেই রক্তদান করতে পারবেন না।

♀ নারীরা কমপক্ষে ৪ মাস পর পর রক্তদান করতে পারেন। (৩ বা সাড়ে তিন মাস পর কোনোভাবেই না)
♀ যে মহিলার সন্তান এখনো মাতৃদুগ্ধ পান করে, তিনিও রক্তদান করতে পারবেন না।
নারী-পুরুষ সবারই উচিত ব্লাড প্রেসার মেপে রক্তদান করা। ব্লাড প্রেসার Low বা High হলে রক্তদান করা যাবে না। ব্লাড প্রেসার স্বাভাবিক থাকতে হবে।

এই ভুলগুলো অনেকেই করছেন শুধু সঠিক তথ্য না জানার কারনে। এতে অনেকের শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে।
রক্তদানের পূর্বে এই বিষয়গুলো খেয়াল রাখুন।
roktobondhu.com
স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন।
রক্তদান করতে রেজিষ্ট্রেশন করুন, প্রতিবার রক্তদানের পর লগইন করে তারিখ আপডেট করে দিন।
হ্যাপি ব্লাড ডোনেটিং।
আমরা রক্তবন্ধু, রক্তের সম্পর্ক গড়ি।
অন্যান্য পোস্ট সমূহ
Diego
Author: রক্তবন্ধু | 07 Nov 2024
ডিয়েগো ব্লাড গ্রুপ এর নাম শুনেছেন কেউ? রক্তের গ্রুপের (ব্যাতিক্রম এন্টিজেনের) শেষ নাই! আমরা আসলে মেজর ABO সিস্টেমে বাকী গুলো "গোনায়" ধরি না! যদিও...
কীভাবে বুঝবেন রক্তশূন্যতায় ভুগছেন?
Author: রক্তবন্ধু | 19 Mar 2024
কীভাবে বুঝবেন রক্তশূন্যতায় ভুগছেন? আপাত দৃষ্টিতে রক্তশূন্যতাকে খুব বড় কোনো রোগ বলে মনে না হলেও, যে কোনো বড় অসুখের শুরু হতে পারে এই রক্তশূন্যতা...
প্রসঙ্গঃ ডেঙ্গু ও প্লাটিলেট
Author: রক্তবন্ধু | 26 Jul 2023
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি এতে মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের সব রেকর্ড। বিশেষজ্ঞরা...
Facebook Comments