সাজ্জাদ ভাইয়ের প্রথম রক্তদান

শেয়ার করুন:

আজ আমি আমার প্রথম রক্তদানের গল্প টি বলবো। ২০০১ সালে তখন আমার বয়স ১৮ হয় নি, ১৭ হয়েছিলো। আমার দাদাভাই এর প্রোস্টেট ব্লাডার এর অপারেশন হয়েছিলো হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকায়। উনার আরও বেশ কিছু শারীরিক জটিলতার জন্য অপারেশন এর সময় দুই ব্যাগ রক্ত দেয়ার পরেও আরও কয়েক ব্যাগ রক্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিলো। আগের দুইব্যাগ আমার এক ফুফাতো ভাই আর এক ফুফু দিয়েছিলেন, ইমার্জেন্সি অবস্থায় তখন আত্মীয় স্বজন যে ই ছিলো সবারই রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছিলো। আমিও সে চান্সে নিজের গ্রুপ জেনে নেই। কিন্তু দূর্ভাগ্যবশত আত্মীয়  কারো রক্তের গ্রুপ AB+ মিলছিলো না, এদিকে সন্ধানী আর রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক থেকে ঘুরেও রক্ত মিলে নি। তখন আর কি করা বয়স গোপন করে বাকিদের কে না জানিয়ে আমি আমার যে ফুফাতো ভাই আগে রক্ত দিয়েছেন তার সহায়তায় গোপনে  রক্ত দিয়ে দিলাম। সে যাত্রায় দাদাভাই সুস্থ হয়ে উঠলেও তার একবছর পর ২০০২ সালে মৃত্য বরণ করেছিলেন। সকলের নিকট তার আত্মার মাগফিরাত কামনা করছি।


শেয়ার করুন:

Facebook Comments