গাইবান্ধায় ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ

শেয়ার করুন:

গাইবান্ধায় ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ

“মাদক কে না বলুন, রক্তদানে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্তমানবতার সেবায় গ্রামীণ জনপদের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্য সচেতনা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায়  ব্লাড ডোনার্স এসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত ১৭ সেপ্টেম্বর ২০২০  বৃহস্পতিবার স্থানীয় পাবলিক লাইব্রেরি চত্বর থেকে লাইট মিডিয়ার সৌজন্যে ও সহযোগিতায় জান্নাতুল নাঈম জীম কে সভাপতি ও রবিউল ইসলাম রবি কে সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী এই সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে। নবগঠিত সংগঠনটি তাদের যাত্রার প্রথমদিনেই দিনব্যাপি ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন ও স্বাস্থ্য সচেতনামূলক এক কর্মসূচির আয়োজন করে। তাদের এই কর্মসূচির উদ্বোধন করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সরকার। এদিন বিভিন্ন শ্রেণি পেশা ও বয়সের প্রায় ২৩৭ জন ব্যক্তি নিজ নিজ রক্তের গ্রুপ পরীক্ষা করে নিজেদের রক্তের গ্রুপ জেনেছেন বলে জানা গেছে। ক্যাম্পে উপস্থিত ব্লাড গ্রুপ টেস্টে আগ্রহীদের ব্লাড টেস্ট করেন রংপুর প্রাইম মেডিকেল এ্যাসিসটেন্ট এন্ড ট্রেনিং সেন্টার ও হলি ক্রিসেন্ট হসপিটালের পরিচালক গোলাম কিবরিয়া রুবেল। এদিকে সেবামূলক এই সংগঠনটির এমন মহতী উদ্যোগে এলাকার প্রায় ১২৪ জন যুবক সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদানের ইচ্ছা পোষণ করেন। এর আগে সংগঠনটির ভবিষ্যত লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে স্থানীয় সুধিজনদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সংগঠনের সভাপতি জান্নাতুল নাঈম জীমের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রবিউল ইসলাম রবি। স্থানীয় সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন, নলডাঙ্গা ইউ.পির চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল হোসেন সরকার, প্রভাষক মোঃ আবুল কাশেম মন্ডল, বিশিষ্ট সমাজসেবক শাহরিয়ার ইসলাম রাসেল ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রকিব।


শেয়ার করুন:

Facebook Comments