শিক্ষাগুরুর রক্তদান
Author: রক্তবন্ধু | 05 Nov 2020
রাত নয়টার আশে পাশে। আমি (নাহিদ), ছোট ভাই সুমন, সিফাত, আর ম্যাম। ম্যামের ফোনে বাসা থেকে কল আসছে এতো রাতে বের হয়ে কোথায় গিয়েছে।
তিনি বললেন; “বাসায় চিল্লা চিল্লি করতেছে”। উত্তরে বললাম ম্যাম আমরা বের হলেই কথা শুনতে হয়, আর আপনি তো মেয়ে মানুষ হয়ে রাতের বেলায় এসেছেন রক্তদানে।
২য় বারের মতো কুমিল্লার দেবিদ্বার ইবনে সিনা হাসপাতালে মুমূর্ষু রোগীর জন্য ও পজিটিভ রক্তদান করলেন তিনি। দিনের বেলায় ব্যাস্ততার কারণে রক্তদান সম্ভব হয়ে উঠে না৷
৫ বছর আগে প্রথম রক্ত দান করেছিলেন দেবিদ্বার দা রয়েল ইন্টারন্যাশনাল কলেজের সমাজ কর্মের সম্মানিত শিক্ষিকা জনাবা নাসরিন সরকার ফ্যান্সি।
আজ (৪ নভেম্বর, ২০২০) রাত ৯টার দিকে এক গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারির সময় বাচ্চা গর্ভেই মারা গেলে সিজার জরুরী হয়ে পরে এবং রক্তের প্রয়োজন হয়৷ ম্যাডামকে জানানো হলে তিনি সাথে সাথে রাজি হয়ে যান এবং সুযোগ পেয়ে স্বাচ্ছন্দ্যে রক্তদান করতে দ্রুত ছুটে আসেন।
কৃতজ্ঞতা প্রিয় ম্যাম, আমরা গর্বিত এমন শিক্ষাগুরুদের নিয়ে, আলহামদুলিল্লাহ।
নাহিদুল ইসলাম
মানবতাই শক্তি রক্তদান ইউনিট
কুমিল্লা।
অন্যান্য পোস্ট সমূহ
মেহেদির ১০৬ ও রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 13 Oct 2025
১০৬ বারের রক্তদানের ভেতরে রক্তবন্ধু থেকে প্রথম ফোনের মাধ্যমে প্লাটিলেট দান। ২০২০ এর দিকে রক্তবন্ধু ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করি। https://roktobondhu.com আমার বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘ...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
প্রথমবার রক্তদানের অভিজ্ঞতা
Author: রক্তবন্ধু | 27 Nov 2023
প্রথমবার রক্তদানের অভিজ্ঞতা রক্তবন্ধু কে চিনি অনেকদিন আগে থেকেই। মজার ব্যাপার হলো নবীন চাচ্চু রক্তবন্ধুর সাথে রিলেটেড তা প্রথমে জানতাম না। মনে অনেক ইচ্ছা...
Facebook Comments