রক্তবন্ধুর ভলান্টিয়ার হতে চান?

শেয়ার করুন:

(১)
রক্তবন্ধু তে কাজ করতে চান?
রক্তবন্ধুর ভলান্টিয়ার হতে ইচ্ছুক?
আমাদের সাথে কাজ করতে আগ্রহী?

এডমিন/মডারেটর বিষয়টি পরে বলছি। আগে মনোযোগ দিয়ে কষ্ট করে পুরো লেখাটি পড়ুন। রক্ত নিয়ে সব সংগঠনের গ্রুপে মূলত কাজ গুলো সাধারণত একই।

১| গ্রুপে সময় দিন
২| রেডি ডোনার/প্রস্তুত রক্তদাতা পোস্ট করুন
৩| রক্তদানের ছবি পোস্ট করুন
৪| গ্রুপে মেম্বার ইনভাইট করুন
৫| রক্তের রিকুয়েষ্ট আসলে রক্তদাতা/ভলান্টিয়ারদের কমেন্টে ম্যানশন করুন।
৬| roktobondhu.com এবং App সম্পর্কে পরিচিত ডোনারদের জানান। এর ফিচার/সুবিধাগুলো বলুন। রক্তদানে ইচ্ছুক হলে এবং রক্তদাতাদের রেজিস্ট্রেশন করতে বলুন। প্রতিবার রক্তদানের পর লগইন করে যেন তারিখ আপডেট করে দেয় সেটা বুঝিয়ে বলুন।
৭| নিজ ওয়ালে মাঝে মাঝে রক্তবন্ধু নিয়ে স্ট্যাটাস দিন। আপনার জেলা, এলাকা, স্কুল, কলেজ ইত্যাদি গ্রুপ গুলোতে রক্তবন্ধু নিয়ে পোস্ট করতে পারেন।
৮| রক্তবন্ধুর পোস্টগুলো শেয়ার করুন।
৯| অনলাইনে, ইনবক্সে সম্ভব হলে রক্তবন্ধু নিয়ে জানান।
১০| অফলাইনে, আড্ডায়, সাক্ষাতে ছোট, বড়, বন্ধুদের সাথে রক্তবন্ধু নিয়ে কথা বলুন, আলাপ-আলোচনা করুন। বিস্তারিত বলুন। এটাই সবচেয়ে কার্যকরী। সুন্দরভাবে বুঝিয়ে বলতে ওয়েবসাইট থেকে বিস্তারিত ভালোভাবে পড়ে নিন।

Admin/Moderator পোস্ট এপ্রুভ/ডেকলাইন/ ডিলিট করা ছাড়া রক্তদাতা ম্যানেজের বাকী সব কাজ একই। সবাই তা করতেও পারেন।

* কারও ওয়াল/গ্রুপের কোন রক্তের রিকুয়েষ্ট শেয়ার করে রক্তবন্ধু গ্রুপে দিবেন না। তবে কথা বলে, দায়িত্ব নিয়ে পারলে কপি-পেস্ট করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনাকেই যোগাযোগ করতে হবে, অন্যের কমেন্টের উত্তর দিতে হবে। আপডেট না জেনে, নিজে কথা না বলে কপি-পেস্ট দায়িত্ব পালন করবেন না।
প্রয়োজনে পোস্টদাতাকে সরাসরি/নিজে রক্তবন্ধু গ্রুপে রোগির বিস্তারিত তথ্য সহ পোস্ট করতে বলুন।

“নিজে দিতে না পারলেও কপি করে/শেয়ার দিন” পোস্টে এ ধরনের লেখা দিবেন না এবং এরকম লেখা কোন পোস্ট শেয়ার দিবেন না। এগুলো ভলান্টিয়ারদের এমনকি রোগির লোকেরও হয়রানি বাড়ায়।

তবে গ্রুপে পোস্ট করার আগে কিংবা কেউ গ্রুপে রক্ত চেয়ে পোস্ট করলে কমেন্টে প্রথমেই ওয়েবসাইট থেকে রক্তের গ্রুপ, জেলা সার্চ করে নিকটস্থ ঠিকানার রক্তবন্ধুদের ফোনকল করতে বলুন। পাশাপাশি ম্যানেজ এর চেষ্টা করুন।

রক্তের বাইরে কোন ধরনের পোস্ট করা যাবে না। শীতবস্ত্র, সহযোগিতা, কেউ হারিয়ে গিয়েছে ইত্যাদি কোন ধরনের পোস্ট “না”।
গ্রুপ পোস্টে বানান এর ব্যাপারে সতর্ক থাকুন।

এগুলো আমরা খেয়াল করবো, লক্ষ্য রাখবো। গ্রুপে আপনার কাজই আপনাকে এডমিন/মডারেটর হওয়ার অফার করবে।

এডমিন/মডারেটর হওয়ার পর করনীয় কি সেটা হওয়ার পর জানতে পারবেন।
এগুলো হলো পূর্ববর্তী ধাপ বা কাজের ধারা।
প্রাথমিকভাবে শুরুতেই আপনার কাজ, কাজের ধরণ ভালো হলে প্রয়োজনে আমরা আপনার পোস্ট প্রি-এপ্রুভ করে দিবো। অর্থাৎ আপনার পোস্ট পেন্ডিং হবে না, কোন এডমিন এর এপ্রুভ করা ছাড়াই সরাসরি পোস্ট হবে।

মনে রাখবেন রক্তদাতা ম্যানেজ করা, রক্তবন্ধুদের উৎসাহিত করাই হলো
“আপনাদের সাথে কাজ করতে চাই” এর আসল কাজ। কাজের ইচ্ছে এবং কাজটাই আসল। পোস্ট এপ্রুভ করাটা মূল কাজ নয়।

এরপরও কিছু কাজ থেকে যায়। রক্তবন্ধু গ্রুপের এডমিন/মডারেটর হওয়ার ইচ্ছে হতেই পারে। যা এগুলো অতিক্রম করার পর জানবেন এবং হতে পারবেন। বাকীটা পুরো দায়িত্ব পাওয়ার পর জানানো হবে। এগুলোই কিন্তু রক্তবন্ধুর স্বেচ্ছাসেবী হিসেবে ৯০% কাজ। রক্তবন্ধুতে কাজ করতে আগ্রহী হলে আপাতত এগুলো করতে থাকুন, রক্তবন্ধুর পাশে থাকুন। খুব সহজ কিন্তু। রক্তদানের স্বেচ্ছাসেবীদের কাজগুলো একই। তাহলে কাজ শুরু করে দিন…….?
আমরা রক্তবন্ধু, রক্তের সম্পর্ক গড়ি।

 

(২)
#রক্তবন্ধু গ্রুপে কাজ করতে চেয়ে অনেকে নক করেন। সবার উদ্দেশ্যে আবারও বলছি, রক্তের সব গ্রুপেই কাজ প্রায় একই। সামান্য কমবেশি থাকে মাত্র।
তবে মূল কথা হলো, রক্তবন্ধু গ্রুপে একটিভ থেকে, কাজ করে, ডোনার দিয়ে, কমেন্টে ভলান্টিয়ার/ডোনারদের ম্যানশন করে, রক্তদানের ছবি দিয়ে, গ্রুপে মেম্বার ইনভাইট করে ইত্যাদি করে আপনাকে আপনার জায়গা করে নিতে হবে।
আপনি কোন জেলার প্রতিনিধি হিসেবে নিজেকে দেখতে চান?
এমন ভাবে কাজ করুন, আপনার লোকেশনে রক্তবন্ধু বলতে যেন আমরা আপনাকেই চিনি, অন্য মানুষগণ তো বটেই!
পুরো রক্তবন্ধু গ্রুপের প্রতিনিধিত্ব করতে।চান?
এমন ভাবে গ্রুপে একটিভ থেকে কাজ করুন যেন আপনিই রক্তবন্ধু 😍

পরিশেষে বলি,

আপনার একটিভিটিই বলে দিবে রক্তবন্ধুতে আপনি কতোটা গুরুত্বপূর্ণ।

 

মোঃ তাসনিমুল বারী নবীন

প্রধান সমন্বয়ক,

roktobondhu.com


শেয়ার করুন: