অক্সিজেন সেবায় তরুণদের উদ্যোগঃ এগিয়ে আসুন

শেয়ার করুন:

করোনাকালীন এ তীব্র অক্সিজেন সংকটময় সময়ে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। চারদিকে যেন মৃত্যুর মিছিল। এ অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ৬ জনের একদল তরুণ-তরুণী ( নাঈম, তোফায়েল, আল-আমিন , তানজিনা নিলিমা, নাহিদ) এগিয়ে এসেছেন। যাদের প্রত্যেকেই শিক্ষার্থী। শুধুমাত্র দৃঢ় মনোবল নিয়ে একযোগে কাজ করে চলছেন Team Warriors এর ‘প্রজেক্ট শ্বাস, জীবনের জন্য’তে। তারা করোনা রোগীদের এমার্জেন্সিতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। এ টিমে কেউ দিচ্ছেন সুদূর থেকে নেতৃত্ব, কেউ করছেন ফান্ড কালেকশন, কেউ নিচ্ছেন রোগীর খোঁজ-খবর। তাদের পথচলাটা ছিল শূন্য হাতে, তবে বর্তমানে তাদের দখলে রয়েছে ৯ টি সিলিন্ডার। এ পর্যন্ত দাঁড়িয়েছেন ১৭ জন রোগীর পাশে। এ সংকটময় সময়ে তাদের এ কাজ দেখে অনুপ্রাণিত হয়ে নতুন অনেক ভলান্টিয়ার তাদের সাথে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন।

তাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনই তাদের কাছে অসংখ্য রিকোয়েস্ট আসে, তবে সিলিন্ডারের স্বল্পতার জন্য সবার পাশে দাঁড়াতে পারছেন না বলে নিজেরাই আঘাতপ্রাপ্ত হচ্ছেন। তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন যেন তারা সবার “রিকোয়েস্টেই” হ্যাঁ সূচক শব্দ বলতে পারেন।

অক্সিজেন সেবা পেতে এবং প্রজেক্টে সহযোগিতা করতে  যোগাযোগ করুন নিচের যেকোনো নম্বরে
MD Nayem Mozumder
📞+60109251690(মালয়েশিয়া)

+8801871745462 WhatsApp
https://wa.me/8801871745462

📞Md Nahid Hasan Mozumder
+8801810076150

📞Al Amin
+8801779282871

📞Saidur Rahman
+8801625970733

📞Tofayel Hossen
+8801623630899

📞Mehedi Hasan Shepon
+8801888262833 / +8801609294756


শেয়ার করুন: