৪ বছর পরেও রক্তদাতার প্রতি ভালোবাসা
Author: রক্তবন্ধু | 15 Oct 2024

Md Hasan Mahmud: করোনার সময়কার কথা। পুরোদমে লক-ডাউন ছিল। বন্ধু রাহাতের কল পেয়ে ছুটে চলা পিজি হাসপাতালের উদ্দেশ্যে। গাড়ি পাওয়াটাও ছিল যথেষ্ট টাফ কারণ সব বন্ধ ছিল। পরে বাড়ই পাড়া (নন্দন পার্ক) থেকে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম।
উদ্দেশ্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আক্রান্ত এক বোনের জন্য প্লাটিলেট দিতে হবে। ৪৫ কিলোমিটারের দীর্ঘ জার্নির পর দেওয়া হয়েছিল প্লাটিলেট। এরপর আরও কয়েক বার তাকেই প্লাটিলেট দিই।
চিকিৎসা চলাকালীন একটা সময় বোনটা মারা যায়। তার এক কাজিনের সাথে কানেক্টেড ছিলাম তাদের ফ্যামিলির সাথে।
তারপরও প্রায়ই যোগাযোগ হত আকিদ ভাইয়ের সাথে।
৪ বছর পর আজকে সেই বোনের মা (আন্টি কল দিয়ে খোঁজ নিলেন)। ১৪.১০.২০২৪
যারা ওই সময়টা তাদের পাশে ছিল, যারা হোল ব্লাড এবং প্লাটিলেট দিয়েছিলো সকলের নাম্বার সংগ্রহে রেখেছেন এবং সবাইকে কল দিয়ে খোঁজ নিচ্ছেন।
এরচেয়ে আর বড় পাওয়া আর কি বা হতে পারে?
এটা অনেক শান্তির বিষয় আমরা যারা রক্ত দিই তাদের কাছে।
বোনটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
অন্যান্য পোস্ট সমূহ

টহলরত সেনা সদস্যের রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jun 2025
টহলরত সেনা সদস্যের রক্তদান দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ...

পূর্ব প্রস্তুতি ছাড়াই গভীর রাতে প্লাটিলেট দান।
Author: রক্তবন্ধু | 07 May 2025
রাত জেগে মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার অভিজ্ঞতা অনেক আছে তবে আজকে ঘটনাটা কাকতালীয় ভাবে অন্য দিনের থেকে আলাদা। ঘটনাটি ০৬/০৫/২০২৫ তারিখের। বেশ অনেকদিন ধরে...

Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
Facebook Comments