৪ বছর পরেও রক্তদাতার প্রতি ভালোবাসা

শেয়ার করুন:

Md Hasan Mahmud: করোনার সময়কার কথা। পুরোদমে লক-ডাউন ছিল। বন্ধু রাহাতের কল পেয়ে ছুটে চলা পিজি হাসপাতালের উদ্দেশ্যে। গাড়ি পাওয়াটাও ছিল যথেষ্ট টাফ কারণ সব বন্ধ ছিল। পরে বাড়ই পাড়া (নন্দন পার্ক) থেকে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম।

উদ্দেশ্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আক্রান্ত এক বোনের জন্য প্লাটিলেট দিতে হবে। ৪৫ কিলোমিটারের দীর্ঘ জার্নির পর দেওয়া হয়েছিল প্লাটিলেট। এরপর আরও কয়েক বার তাকেই প্লাটিলেট দিই।

চিকিৎসা চলাকালীন একটা সময় বোনটা মারা যায়। তার এক কাজিনের সাথে কানেক্টেড ছিলাম তাদের ফ্যামিলির সাথে।

তারপরও প্রায়ই যোগাযোগ হত আকিদ ভাইয়ের সাথে।

৪ বছর পর আজকে সেই বোনের মা (আন্টি কল দিয়ে খোঁজ নিলেন)। ১৪.১০.২০২৪

যারা ওই সময়টা তাদের পাশে ছিল, যারা হোল ব্লাড এবং প্লাটিলেট দিয়েছিলো সকলের নাম্বার সংগ্রহে রেখেছেন এবং সবাইকে কল দিয়ে খোঁজ নিচ্ছেন।

এরচেয়ে আর বড় পাওয়া আর কি বা হতে পারে?

এটা অনেক শান্তির বিষয় আমরা যারা রক্ত দিই তাদের কাছে।

বোনটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

roktobondhu || রক্তবন্ধু


শেয়ার করুন:

Facebook Comments