সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না 

শেয়ার করুন:

সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না

সেদিন ভৈরবে মনা মারা ব্রিজের নিচে মাছ বাজারে ঢুকতেই লিটন দাস  নামের এই লোক বিশাল লম্বা এক সালাম দিল।

সালামের উত্তর দিয়া মনে মনে কইলাম- কাম সারছে, আমারে নি আবার বড়লোক মনে কইরা বড় বড় মাছ ব্যাগে ঢুকাইয়া দেয়- আল্লাহ জানে।

পরে দেখি- না। সে তাড়াতাড়ি তার সব কাস্টোমার বিদায় দিয়ে আমাকে বলতেছে- “ভাই, আপনি আমারে চিনসেন?”

 

আমার না- বোধক উত্তরে সে বলতেছে- “ভাই আপনি অনেক দিন আগে আমারে বাজিতপুর মেডিকেলে রক্ত দিয়ে বাচাইঁসিলেন।”

আমি কোন ভাবেই মনে করতে পারসিলাম না। তখন সে লোকাল একজনের উদ্ধৃতি দিয়ে বলল “উনার কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে কল দিসিলাম।

আপনি আমাকে অনেক রক্তদাতার নাম্বার দিসিলেন। তখন তারা ভৈরব থেকে বাজিতপুর গিয়ে রক্ত দিয়ে আসছিল।”

 

আমি বললাম- যাক, আমি আপনার কাজে আসতে পেরেছি- সেটাই বড় কথা। দুয়া করবেন আমাদের জন্য।

জীবনে চলার পথে আমার মত ভলান্টিয়ারদের জন্য এগুলা অনেক বড় পাওয়া- সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না এক জীবনে।

 

– নজরুল ইসলাম 

 


শেয়ার করুন:

Facebook Comments