সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না
Author: রক্তবন্ধু | 17 Feb 2021
সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না
সেদিন ভৈরবে মনা মারা ব্রিজের নিচে মাছ বাজারে ঢুকতেই লিটন দাস নামের এই লোক বিশাল লম্বা এক সালাম দিল।
সালামের উত্তর দিয়া মনে মনে কইলাম- কাম সারছে, আমারে নি আবার বড়লোক মনে কইরা বড় বড় মাছ ব্যাগে ঢুকাইয়া দেয়- আল্লাহ জানে।
পরে দেখি- না। সে তাড়াতাড়ি তার সব কাস্টোমার বিদায় দিয়ে আমাকে বলতেছে- “ভাই, আপনি আমারে চিনসেন?”
আমার না- বোধক উত্তরে সে বলতেছে- “ভাই আপনি অনেক দিন আগে আমারে বাজিতপুর মেডিকেলে রক্ত দিয়ে বাচাইঁসিলেন।”
আমি কোন ভাবেই মনে করতে পারসিলাম না। তখন সে লোকাল একজনের উদ্ধৃতি দিয়ে বলল “উনার কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে কল দিসিলাম।
আপনি আমাকে অনেক রক্তদাতার নাম্বার দিসিলেন। তখন তারা ভৈরব থেকে বাজিতপুর গিয়ে রক্ত দিয়ে আসছিল।”
আমি বললাম- যাক, আমি আপনার কাজে আসতে পেরেছি- সেটাই বড় কথা। দুয়া করবেন আমাদের জন্য।
জীবনে চলার পথে আমার মত ভলান্টিয়ারদের জন্য এগুলা অনেক বড় পাওয়া- সুখী হতে এর চেয়ে বেশি কিছু লাগে না এক জীবনে।
– নজরুল ইসলাম
অন্যান্য পোস্ট সমূহ
রক্তদানের আহবান
Author: রক্তবন্ধু | 26 Oct 2024
•রক্তদানের আহবান• ________________ এম বি বিপুল রায় সভাপতি দিনাজপুর জেলা যুব ফোরাম (VSO বাংলাদেশ) হে নবীন!! দুর্বার বয়সসীমার দুঃসাহসী আঠারোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কিংবা সবেমাত্র...
ঈদের দিনে রক্তদানের অভিজ্ঞতা
Author: রক্তবন্ধু | 24 Oct 2024
কোরবানির ঈদের দিন রক্তদানের অভিজ্ঞতা গত ঈদুল আযহার দিনে (১৭ জুন, ২০২৪) দুপুর বেলায় কল আসে একটা - ' আসসালামু ওয়ালাইকুম ভাই, সোহরাওয়ার্দী হাসপাতালে...
৪ বছর পরেও রক্তদাতার প্রতি ভালোবাসা
Author: রক্তবন্ধু | 15 Oct 2024
Md Hasan Mahmud: করোনার সময়কার কথা। পুরোদমে লক-ডাউন ছিল। বন্ধু রাহাতের কল পেয়ে ছুটে চলা পিজি হাসপাতালের উদ্দেশ্যে। গাড়ি পাওয়াটাও ছিল যথেষ্ট টাফ কারণ...
Facebook Comments