রক্তদান এতোটাই সহজ
Author: রক্তবন্ধু | 25 Jul 2020
রক্তদান করাটা এতটাই সহজ যতটা সহজ সমুদ্র সৈকতে ঘন্টায় ৩০ টাকার বেঞ্চে শুয়ে বাতাস খেতে খেতে সমুদ্র দেখা
যারা রক্ত দিতে ভয় পান তাদের জন্য আমার বাকেট লিস্টে ছিলো এই আয়োজনটা।
“সমুদ্র সৈকতে বসে রক্তদান করা”
এটাই প্রথম না। এর আগে সিলেটে পাহাড়ের উপরে উঠে আমি রক্তদান করেছি। সঠিক পদ্ধতিতেই করেছি। উদ্দেশ্য, যারা ভয় পায় তাদের বোঝানো, কাজটা এভাবে ঘুরে বেড়াবার মতই সহজ।
আমার ১২ দিনে কুষ্টিয়া থেকে ৩৫০ কিলোমিটার পায়ে হেঁটে কুয়াকাটা পৌছানো নিয়ে যারা হতবাগ, দেখেন একদিন বিশ্রাম নিয়েই আজ বিকেলে আমি রক্তদান করলাম এক প্রসূতি মায়ের জন্য।
আমার কিন্তু কিছুই হয়নি। এখন মাথার উপর আকাশ ভরা সূর্য তারা নিয়ে সমুদ্রের পাশে বসে এই পোস্ট লিখছি।
আর আমার রক্তে একটা নতুন মা আরো একটু সুন্দর করে বাঁচার সুযোগ পেলো। যে বাচ্চাটা আসবে সেও কিন্তু আমার কথা মনে রাখবে।
আমি ছোটখাটো কম বুদ্ধির মানুষ। রক্তদান নিয়ে এরচেয়ে সহজ ভাবে মানুষকে মোটিভেট করার পদ্ধতি আমার মাথায় আসেনি।
যারা রক্ত দিতে ভয় পান তারা ছবিটা আবার দেখেন। আমার সামনে বিশাল সমুদ্র। গায়ে কয়েকদিনের ময়লা কাপড়। আমার গামছাটার উপরই রক্তের ব্যাগটা রাখা।
আমার আনন্দটা ফিল করতে পারেন?
যদি পেরে থাকেন, রক্তদান করা আপনার পক্ষেই সম্ভব। কারন আপনি “মানুষ”
কৃতজ্ঞতা, কুয়াকাটা টুরিস্ট পুলিশ সহ সাথে যারা ছিলেন 🙂
#বি_করিম
কুয়াকাটা
অন্যান্য পোস্ট সমূহ
রক্তদাতা আপু এবং তাঁর বাবা কে স্যালুট জানাতেই হয়
Author: রক্তবন্ধু | 11 Jan 2025
একজন রক্তদাতা আপু এবং তাঁর বাবা কে স্যালুট জানাতেই হয় রাত ৮ টা একজন ভাইয়ের কল- "ভাই, আমার বোনের জন্য বি নেগেটিভ ব্লাড লাগবে...
রক্তদানের আহবান
Author: রক্তবন্ধু | 26 Oct 2024
•রক্তদানের আহবান• ________________ এম বি বিপুল রায় সভাপতি দিনাজপুর জেলা যুব ফোরাম (VSO বাংলাদেশ) হে নবীন!! দুর্বার বয়সসীমার দুঃসাহসী আঠারোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কিংবা সবেমাত্র...
ঈদের দিনে রক্তদানের অভিজ্ঞতা
Author: রক্তবন্ধু | 24 Oct 2024
কোরবানির ঈদের দিন রক্তদানের অভিজ্ঞতা গত ঈদুল আযহার দিনে (১৭ জুন, ২০২৪) দুপুর বেলায় কল আসে একটা - ' আসসালামু ওয়ালাইকুম ভাই, সোহরাওয়ার্দী হাসপাতালে...
Facebook Comments