রক্তদানের আহবান

শেয়ার করুন:

•রক্তদানের আহবান•
________________
এম বি বিপুল রায়
সভাপতি
দিনাজপুর জেলা যুব ফোরাম (VSO বাংলাদেশ)

হে নবীন!!
দুর্বার বয়সসীমার দুঃসাহসী আঠারোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কিংবা সবেমাত্র আঠারো পেরুলে। তাইতো তোমায় আহ্বান জানাই। তোমার বলিষ্ঠ কন্ঠে মানবতার গান বেঁজে উঠুক এটাই সকলের প্রত্যাশা।

মানব সেবায় নিজেকে যুক্ত করো, অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবনটাকে সঁপে দাও। এটাই হোক তোমাদের সংকল্প।

হাজার হাজার, লক্ষ লক্ষ মুমূর্ষু রোগীর আর্তনাদ শুধু একটাই আমাদের প্রাণে বাঁচাতে এগিয়ে আসুন, আমরা বাঁচতে চাই।

“সবেমাত্র ভুমিষ্ঠ হওয়া নবজাতক টি কল্পনার সুরে আহবান করছে, হে নবীন আঠারোর ছুঁইছুঁই বা আঠারো পেরোনোর দল, প্রিয় ভাইবোন,
আমি আজ জন্মগ্রহণ করলাম পৃথিবীতে। আমাকে জন্ম দিতে গিয়ে আমার জন্মদাতা মা মৃত্যুর সাথে যুদ্ধ করছে। প্লিজ তোমরা আমার মায়ের প্রাণ বাঁচাতে এগিয়ে আসো, আমার মা কে বাঁচাও।
আমার মা যদি না বেঁচে থাকে তাহলে আমি মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবো। আমিও তো তোমাদের মতো আঠারোর দ্বারপ্রান্তে পৌছালেই নিয়মিত রক্তদান করবো। দয়াকরে আমার মা কে বাঁচাতে এগিয়ে আসো।”

হে প্রিয়,
হাসপাতালের বেডে জীবন সন্ধিক্ষণে মৃত্যু যন্ত্র‌না নিয়ে মুমূর্ষু রোগীটি অবাক নয়নে চেয়ে আছে তোমাদের দিকে। তোমাদের একফোঁটা রক্তে প্রাণে বাঁচতে চায়।

তাই সবাইকে আহ্বান করছি, রক্তদানে কোন অযুহাত নয়।
রক্তদানে আহবান করলেই অনেকে বলে মা বাবার অনুমতি ছাড়া দিতে পারবে না।
আচ্ছা!!!
মা বাবার অনুমতি ছাড়াই তো কতো পিকনিক, শিক্ষা সফর, বন্ধু আড্ডা, ক্লাস পার্টি, জন্মদিন পালন, সিনেমা হল ইত্যাদিতে অংশগ্রহণ করছো, সেগুলোর বেলায় তো অনেক সময়ই মা বাবার অনুমতি নিচ্ছো না।

তবে, মায়েদের সন্তান ভালোবাসায় সম্মান রেখে বলছি, প্রতিটা মা যেনো তার সুস্থ শরীরের সন্তানদের সম্মতি দেয় রক্তদানে। কেননা, যখন তোমার বা আমার পরিবারের কারোর জন্য রক্তের প্রয়োজন পড়বে সেদিন যে রক্তদাতা রক্ত দিতে আসবে, সেও ত তোমার আমার মায়ের মতো কোন এক মায়ের সন্তান।

হে বন্ধু,
আমরা আমাদের মানসিকতাকে পরিবর্তন করি, নিজেকে তৈরী করি রক্তদাতা হিসেবে। সময় হলেই রক্তদানে এগিয়ে আসি।

পরিশেষে একটি কথা বলতে চাই, রক্তদানে কোন ক্ষতি হয়না বরং লাভ হয়। তাইতো, “তোমাদের আঠারোতম জন্মদিন পালন করো এক ব্যাগ রক্তদানের মাধ্যমে।”
জয় হোক মানবতার।

roktobondhu || রক্তবন্ধু

প্রতিটি পরিবারে একজন করে নিয়মিত রক্তদাতা তৈরিতে এগিয়ে যাওয়ার এইতো সময়, আসুন সকলের মিলে সকলকে উৎসাহ যোগাই, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পের আয়োজন করি, এগিয়ে যাই মানবিক কাজে। তবেই হবে নতুন বাংলাদেশ।

জয় হোক রক্তদাতার।


শেয়ার করুন:

Facebook Comments