দৃষ্টি প্রতিবন্ধী রতনের একাই এসে ৬ষ্ঠ রক্তদান

শেয়ার করুন:

চোখের আলো না থাকতে পারে কিন্তু মনের আলো ঠিকই আছে। বলছি পরশুরামের দৃষ্টি প্রতিবন্ধী রতন ভাইয়ের কথা। আজ ২১ নভেম্বর ২০২২ রোজ সোমবার ফেনী জয়নাল আবেদীন ব্লাড ব্যাংকে একজন কিডনি ডায়ালাইসিস রোগীকে বি পজিটিভ রক্ত দানের মাধ্যমে ৬ষ্ঠ তম রক্তদান সম্পন্ন করলেন। তার বাসা থেকে ব্লাড ব্যাংকের দূরত্ব ২০ কিলোমিটার। অবাক করা বিষয় হলেও সত্য তিনি সুদূর পরশুরাম থেকে একাই এসে ব্লাড ডোনেট করেছেন। যেখানে এমন পরিস্থিতিতে আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষও রক্তদানে অনীহা বোধ করি! চোখ থাকিতেও অন্ধ যাকে বলে আরকি!
দৃষ্টি প্রতিবন্ধীরাও চাইলে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন এমনকি বাঁচাতে পারেন অন্যের জীবন। যার জ্বলন্ত উদাহরণ রতন ভাই।
রতন ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা।
জয় হোক মানবতার।

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ roktobondhu.com -এ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগ ইন করে তারিখ আপডেট করে দিন।

 

 


শেয়ার করুন:

Facebook Comments