আবু হাসান বাবুর সাহসীকতা!

শেয়ার করুন:

মো. আবু হাসান বাবু, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রক্তবন্ধুর একজন প্রতিনিধি।
বন্ধুর ফোন থেকে রাত ৯টার দিকে কল আসে, তার প্রসূতি চাচীর জন্য বি পজিটিভ রক্ত লাগবে পাশের জেলা ঠাকুরগাঁওয়ে। তার বাড়ি থেকে দূরত্ব ৩০ কিলোমিটার।
রাত সাড়ে নয়টার দিকে সাহস করে নিজে একা মোটরসাইকেল যোগে রওনা দেন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ুয়া বাবু।
রাত ১১টায় পৌঁছে নিজের ৬ষ্ঠ তম রক্তদান সম্পন্ন করলেন তিনি৷

রক্তদান শেষে আবার মোটরসাইকেল করে রাত প্রায় ১.৩০ এর দিকে পৌঁছেন নিজ বাড়িতে।

ঠাকুরগাঁওয়ে বন্ধুর সেলফি ফ্রেমে বন্দী রক্তবন্ধু আবু হাসান বাবু

এতো রাতে বাইরে বাইকে করে গেলেন বাড়িতে কিছু বলেছে কি না জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, ❝একটু আটোয়ারী বাজারে যাবো বলে মিথ্যে বলেছি। রক্ত দিতে গিয়েছি জানে না। তবে দেরীতে ফেরার জন্য একটু বকা খেয়েছি❞

 


শেয়ার করুন:

Facebook Comments