ভ্যান গাড়ি কিনে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুন:

অনুষ্ঠানের টাকা দিয়ে একটি দরিদ্র পরিবারের কর্মসংস্থানের জন্য একটি ভ্যান গাড়ি কিনে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ডা. এড্রিক বেকার মানব কল্যাণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফিজিওথেরাপি শিক্ষার্থী ও প্রফেশনাল দ্বারা পরিচালিত ডা.এড্রিক বেকার মানব কল্যাণ সংঘ ৭ জানুয়ারি ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
ডাক্তার (ডা. এড্রিক সার্জিসন বেকার)‌ ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ডা. এড্রিক বেকার মানব কল্যাণ সংঘ-এর পথ চলা। ২০১৭ সালের ৭ ই জানুযারি সংঘঠনের যাত্রা শুরু হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অরুপ সরকার বলেন,
“ডা. এড্রিক বেকার মানব কল্যাণ সংঘের অঙ্গ সংগঠন ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন।
‘সামাজিক দায়বদ্ধতা থেকে, মানুষের সেবায় এগিয়ে আসুন’ এই স্লোগান নিয়ে স্বেচ্ছায় রক্তদান সহ, হেলথ ক্যাম্প, থ্যালাসেমিয়া প্রজেক্ট, সাবলম্বী প্রজেক্ট সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
রক্তবন্ধু প্লাটফর্মের প্রতিষ্ঠালগ্ন থেকে সহযোগী সংগঠন হিসেবেও আমাদের সংগঠন সংযুক্ত হয়েছে।”

২০২১ সালের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো-
*বিনামূল্যে ১৮৫ ব্যাগ রক্তদান।
* কাইলাকুড়িতে বৃক্ষ রোপন কর্মসূচী।
* নীলফামারী জেলার ডিমলা উপজেলার একজন দরিদ্র গর্ভবতী মায়ের সিজারের আর্থিক দায়িত্ব নেওয়া হয়েছে।
* ডু সামথিং ফাউন্ডেশন এর এর এক মাসের “ফুড প্রজেক্ট” স্বেচ্ছাশ্রম।
*একজন শিক্ষিত তরুণ কে ব্যাটারি চালিত রিকশা ক্রয় করে সাবলম্বী করা হয়।
* ২০২০ সালে বিনামূল্যে ১৫৪ ব্যাগ রক্তদান।
(২০১৭ সাল থেকে এ পর্যন্ত সর্বমোট ৮৩৮ ব্যাগ রক্তদান, শুধু মাত্র ডাঃ এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন এর রক্তদাতাদের রক্তদান এর হিসাব অনুযায়ী)

ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের বর্তমান সভাপতি সাইয়েদ আফ্রিদি জানান,
“আমাদের সংগঠনের কোন নির্দিষ্ট দাতা নেই, আমাদের কাছে অনেক সাহায্য চেয়ে আবেদন আসে, কিন্তু অর্থের যোগান না থাকায় সাহায্য করা সম্ভব হয় না। আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকী কোন বড় অনুষ্ঠান না করে একটি দরিদ্র পরিবারের জীবিকা চালানোর জন্য একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি কিনে দিতে চাই”

ইমেইল: [email protected]
ফেসবুক পেইজ

Dr. Edric Baker Human Welfare Association

ডাক্তার এড্রিক বেকার সংগঠন সম্পর্কে জানতে….


শেয়ার করুন:

Facebook Comments