বগুড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মেডিকেল চেকআপ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন।
Author: রক্তবন্ধু | 27 Mar 2021
বগুড়ায় ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মেডিকেল চেকআপ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়ার” উদ্যোগে বেজোড়া গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মেডিকেল চেকআপ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০০ জন সাধারণ মানুষের বিনামূলে রক্তের গ্রুপ পরীক্ষা ২০০ জনকে মাস্ক বিতরণ এবং ১০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানে রক্তদানের বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী জনাব মোঃ রুহুল কুদ্দুস ডিলু, কাউন্সিলর, ২১নং ওয়ার্ড বগুড়া পৌরসভা, বগুড়া।
উপস্থিত ছিলেন উদ্বোধক, জনাব মোঃ শামীম জায়দা, বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাদলা ইউপি,শাজাহানপুর, বগুড়া।
উপস্থিত ছিলেন জনাব নাজমুল হোসেন, পরিচালক, আস্থা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বগুড়া। জনাব মোঃআব্দুল্লাহ আল মামুন, আইনজীবী ,জজকোর্ট, বগুড়া।
জনাব মোঃ ইনছান আলী, সভাপতি, মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়া।

অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন জনাব মোঃ ইমান আলী ও জনাব মোঃআরাফাত হোসেন। আহব্বানে ছিলেন মোঃ শাহিনুর রহমান উপদেষ্ঠা, মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়া সার্বিক সহযোগীতায় ছিলেন বেজোড়া দক্ষিণ পাড়া যুব সমাজ।
উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিজুল হোক সৌরভ সভাপতি, প্রত্যাশা রক্তদান ও সেবা সংস্থা। জনাব মোঃ মাহামুদুল হাসান সামিম পরিচালক, আলোর সন্ধানী সমাজ কল্যান পরিষদ।আর উপস্থিত ছিলেন মোঃ ডালিম হোসেন, পরিচালক গন্ধর্বপুর স্বেচ্ছায় রক্তদান সংস্থা। উপস্থিত ছিলেন, নাজমুল, মুন,সুরাইয়া,জিহাদ,আলী হাসান,রম্মান,গোলাম মর্তুজা,আতাউল,শুভ,আসিফ ‘নাহিদ,বাপ্পি,কনক,আসিক,আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানটি জনাব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও জনাব মোঃ সুলতান আম্মেদ এর পরিচালনায় সারাদিনব্যাপী সফল ভাবে সমাপ্ত করা হয়।

অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments