রক্তদাতা প্রান্ত মিত্রের হত্যা রহস্য উদঘাটন
Author: রক্তবন্ধু | 02 Aug 2023
রাজেন্দ্র কলেজের মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের চাঞ্চল্যকর হত্যাকান্ডসহ একাধিক ছিনতাই কান্ডের রহস্য উদঘাটন
ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং-৮৬, তাং- ২৬/০৭/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৯4/302/৩৪ পেনাল কোড।
এজাহারনামীয় আসামীঃ অজ্ঞাতনামা ঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা :
১। মোঃ সজীব শেখ (২৩), পিতা- মোঃ শাহীন শেখ, সাং-গুহলক্ষীপুর,
২। মোঃ ইস্রাফিল মল্লিক (৩৪), পিতা- মৃত আবু তালেব মল্লিক, সাং- মমিন খার হাট, বর্তমান ঠিকানাঃ আলীপুর বাদামতলী সড়ক,
৩। মোঃ সিফাতুল্লাহ বেপারী (১৯), পিতা- লিটন বেপারী, সাং-টেপাখোলা, গোলাপদি মাতুব্বরের ডাঙ্গী, সর্ব থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর,
৪। মোঃমাসুম শেখ (৩৪), পিতা-মৃত আঃ সামাদ শেখ, সাং-গুহলক্ষীপুর, এপি টিবি হাসপাতালের মোড় শ্বশুর নান্না মৃধার বাড়ী, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর।
সূত্রে বর্নিত মামলার বাদীর ছেলে প্রান্ত মিত্র (২৩) সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিগত ২৫/০৭/২০২৩ রাত আনুমানিক ০২.০০ ঘটিকার সময় তার বন্ধু হৃদয়ের বোনের ডেলিভারী সংক্রান্ত জটিলতায় সাহায্য করার জন্য ভাংঙ্গা রাস্তার মোড় হইতে রিক্সা যোগে শিশু হাসপাতালের উদ্দেশ্যে রওনা হইয়া কোতয়ালী থানাধীন দক্ষিন আলীপুর সাকিনস্থ আলীপুর ব্রীজের পূর্ব পাশে পৌঁছাইলে কতিপয় ছিনতাইকারী তার পথরোধ করিয়া তার নিকট হইতে শাওমি মোবাইল সেট এবং নগদ ২,০০০/- টাকা ছিনাইয়া নেয়। এই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তাহার বুকের বাম পাশে পেটের উপরি ভাগে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করিয়া রক্তাক্ত জখম করিয়া হত্যা করে এবং তার লাশ রোড ডিভাইডারের উপর ফেলে রেখে যায়। একই রাত ০৩.২০ ঘটিকার সময় পুলিশ সংবাদ পাইয়া লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
রক্তদান করতে গিয়ে খুন হয়েছিলেন প্রান্ত মিত্র: https://roktobondhu.com/blog/রক্তদান-করতে-গিয়ে-খুন/
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments