ব্লাড ব্যাংকে অভিযান! (ভিডিও সহ)
Author: রক্তবন্ধু | 23 Jun 2023
মাদকসেবীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে সাভারে
নিজের ভাড়া বাসায় ব্লাড ব্যাংক খুলে বসেছেন
আব্দুল জলিল নামে এক ব্যক্তি। সেই রক্ত রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেন তিনি। দরিদ্র মানুষকে কৌশলে ডেকে অজ্ঞান করেও অনেকের রক্ত সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল জলিল পাবনা জেলার চাটমোহর থানার ইন্তাজ আলীর ছেলে। তিনি সাভারের থানা রোডের একটি বাসা ভাড়া নিয়ে প্রায় ১ বছর ধরে এই অপকর্ম চালিয়ে আসছেন। তার কাছ থেকে ১০ ব্যাগ রক্ত ও বিপুল পরিমাণ রক্ত সংগ্রহের সরঞ্জামাদি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তিনি রাজধানীর কলেজগেটে রেডিয়াম ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার নামে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীতে মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এর তৃতীয় তলায় একটি ব্লাড ব্যাংকের অনুমোদন নিয়ে এভাবে অবৈধ ও অনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন।

এর আগে বুধবার রাত ১০ টার দিকে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে শাস্তির আওতায় আনেন। এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও আইনশৃংখলা বাহিনী। সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন জানান, কোনরকম পরীক্ষা এবং ব্লাড গ্রুপিং ছাড়াই তিনি রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করতেন। অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রক্তবন্ধু পেইজে ভিডিও লিংক: https://fb.watch/llDNEoqacU/?mibextid=Nif5oz
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments