স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এর মাতৃভাষা দিবস উদযাপন

শেয়ার করুন:

রাব্বী ইমন: সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, পঞ্চগড় এর আয়োজনে “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে র‍্যালি, ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও দোয়া এর আয়োজন করা হয়।

পঞ্চগড় জেলার প্রায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় মূলত পঞ্চগড় জেলার সকল সংগঠনের জোট হিসেবে কাজ করে আসছে।


সংগঠনটি বিভিন্ন জাতীয় দিবস উদযাপন সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ভাষা শহিদদের স্মরণে একুশ এর প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পন করা হয় এবং পরে বিভিন্ন সংগঠন এর স্বেচ্ছাসেবীদের নিয়ে আলোচনা সভা ও ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এ দেশ স্বাধীন পর্যন্ত আন্দোলন গুলোতে যেসকল বীর যোদ্ধা জীবন দান করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আজকের র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিলে ফোরামের আওতাভুক্ত উপস্থিত বিভিন্ন সংগঠন সমূহ
১. বিডি ক্লিন, পঞ্চগড়
২. রক্তিম পঞ্চগড়
৩. বন্ধু ব্লাড ব্যাংক, দেবীগঞ্জ
৪. বোদা উপজেলা ব্লাড ফাউন্ডেশন, বোদা
৫. আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশন, ময়দানদীঘি, বোদা
৬. করতোয়া মানব কল্যাণ সোসাইটি, ভজনপুর
৭. হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন, মাগুরমাড়ী
৮. ইয়্যুথ ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন, পঞ্চগড় ইউনিট
৯. পঞ্চগড় ব্লাড সোসাইটি, পঞ্চগড়
১০. আটোয়ারী মানব সেবা ফাউন্ডেশন
১১. রক্তবন্ধু
১২. উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন, জগদল
১৩. রক্তের বন্ধন গড়িনাবাড়ী
১৪. একতা বন্ধু রক্তদান সংগঠন
১৫. জাগরণী তরুন সংঘ, রাজমহল
১৬. রাধানগর সমাজকল্যাণ সংঘ, আটোয়ারী
১৭. ভিবিডি পঞ্চগড়
১৮. রক্তের সন্ধানে পঞ্চগড়
এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় বিভিন্ন সংগঠন এর প্রতিনিধিগণ ভাষা আন্দোলনের তাৎপর্য, এর সঠিক ইতিহাস সহ পঞ্চগড়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

পরিশেষে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, পঞ্চগড় এর সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব সরকার এর সমাপনী বক্তব্যের পর দোয়ার মাধ্যমে উক্ত কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

roktobondhu.com


শেয়ার করুন:

Facebook Comments