বর পক্ষের আয়োজনে কনের বাড়িতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
Author: রক্তবন্ধু | 19 Dec 2020
রক্তবন্ধুর প্রতিষ্ঠাতা মোঃ তাসনিমুল বারী নবীনের বিয়ে উপলক্ষ্যে গত ১৭ই ডিসেম্বর ২০২০ইং রোজ বৃহস্পতিবার কনের বাড়ি মধ্যরামপুর, শিবগঞ্জ, ঠাকুরগাঁও সদরে অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি । বর পক্ষের আয়োজনে করা উক্ত কর্মসূচিতে কনের বাড়িতে আসা অতিথিদের দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি সেখানে রক্তদান এর সুবিধা, উপকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। আগত অতিথিদের সচেতন করতে বিয়ের অনুষ্ঠানে এমন অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথিসহ কনের পরিবার ও এলাকাবাসী। বর পক্ষের সৌজন্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি পরিচালনা করতে বিয়ের দিন সকালেই রক্তবন্ধুর চারজন প্রতিনিধি ও স্বেচ্ছাসেবককে সেখানে পাঠিয়ে দেয়া হয়। রক্তবন্ধুর পঞ্চগড় প্রতিনিধি মোঃ রাব্বী ইমন, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আবু মুসা ও রক্তবন্ধুর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ উক্ত কার্যক্রমটি পরিচালনা করেন।

কনের বাড়িতে রক্তের গ্রুপ নির্ণয়
সারাদেশব্যাপি বিস্তৃত রক্তবন্ধু প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতার বিয়েতে এমন আয়োজনে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে। সারাদেশ থেকে স্বেচ্ছাসেবীদের এমন অনেক মন্তব্য এসেছে যে, তারাও নিজেদের বিয়েতে এমন অনন্য আয়োজন করে সচেতন করবেন মানুষকে।
-আবু মুসা, পঞ্চগড় জেলা প্রতিনিধি।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments